রাত পোহালেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। আজ, মঙ্গলবার মহাযজ্ঞ হয়ে গেল। সেখানে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি এখানে এসেছেন। আর তারপর থেকেই দিঘায় কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। কারণ এই যান নিয়ন্ত্রণ না করলে ভিড় বেড়ে যাবে। আর পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই ভিভিআইপিরা বেশিরভাগই চলে এসেছে। আগামীকাল জগন্নাথধামের উদ্বোধন উপলক্ষ্যে আরও কিছু ভিভিআইপি যাবেন। তার জেরে এখন থেকেই অধিকাংশ হোটেলের রুম ভিআইপি এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের কবজায় চলে গিয়েছে। সুতরাং এখন দিঘায় গিয়ে লাভ নেই। সেখানে এখন বিস্তর ঝামেলা। তাই পর্যটকদের একটা বড় অংশ নিশ্চিন্তে সময় কাটাতে তাজপুর এবং মন্দারমণির হোটেল লজে ভিড় করেছেন।
হঠাৎ মন্দারমণি ও তাজপুরে ভিড় বাড়তে থাকায় সন্দেহ হয় হোটেল মালিকদের। সব রাস্তা তো এখন দিঘায় গিয়ে মিশেছে। তাহলে মন্দারমণি–তাজপুরে ভিড় কেন? ওঠে প্রশ্ন। কারণ দিঘায় জগন্নাথ মন্দির গড়ে উঠছে। তা দেখতেই সবাই সেখানে ছুটবে এটাই দস্তুর। সেখানে ভিড় বাড়ছে মন্দারমণি ও তাজপুরে। খোঁজ নিয়ে হোটেল মালিকরা জানতে পারেন, দিঘায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দিঘায় কোনও বড় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। চেকপোস্ট বসিয়ে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাঁদের পাস আছে তাঁরাই শুধু গাড়ি নিয়ে প্রবেশ করতে পারছেন। বাকি পর্যটক–সহ অন্যান্য গাড়ি বাইপাস রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওল্ড ও নিউ দিঘায় পার্কিং পয়েন্টে সমস্ত গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: মাদক পাচারের নেপথ্য কারিগর সিভিক ভলান্টিয়ার, পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ
এখন দিঘার সমুদ্রসৈকত কার্যত ফাঁকা। সেখানে ভিড় দেখা যাচ্ছে না পর্যটকদের। খুব অল্প সংখ্যক পর্যটকদের দেখা মিলছে। তাও সন্ধ্যায়। হোটেল মালিকরা মনে করছেন, একদিকে ভিআইপিদের ভিড়। অপরদিকে হোটেল রুম মিলছে না। তার উপর যান নিয়ন্ত্রণ চলছে কড়াভাবে। এই ঝামেলার মধ্যে পড়তে চাইছেন না পর্যটকরা। আর সেটা এড়িয়ে যেতেই পর্যটকদের বড় অংশ মন্দারমণি এবং তাজপুরে ভিড় করছেন। দিঘায় আগামীকাল বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। আসবেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী–সহ অনেকেই।
এই ভিভিআইপি ব্যক্তিরা দিঘায় ভিড় করলে সাধারণ পর্যটকদের চাপ বাড়ে। এবার তাই হয়েছে। এই বিষয়ে দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘আগামীকাল ৩০ এপ্রিল মেগা ইভেন্ট দিঘায়। অনেক আগে থেকে যান নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। প্রশাসনের কর্তারা রুম নিয়েছেন। আরও নেবেন। তাই এই ঝক্কি এড়াতে কিছু পর্যটক দিঘাকে ছেড়ে দিয়ে মন্দারমণি, তাজপুর চলে যাচ্ছেন।’ আর মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মমরেজ আলি এবং তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাসের বক্তব্য, ‘এখন হোটেল এবং লজে ভাল ভিড় বেড়েছে। আগামী দু’দিন আরও ভিড় বাড়বে বলে আশা করছি।’