রামপুরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ক্রমেই বাড়ছে। শুক্রবার ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এছাড়াও, বাড়িতে যান তৃণমূল বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এদিকে, খুনের পর দেহ টুকরো টুকরো করা হলেও এখনও পাওয়া যায়নি ওই কিশোরীর হাত ও পা। পরিবারের দাবি, শুধু গ্রেফতার হওয়া শিক্ষক একা এত ভয়ঙ্কর কাজ করতে পারেন না। এর পিছনে আরও কেউ জড়িত আছে বলেই তাঁদের ধারণা।
আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে জনতার রোষে প্রধান শিক্ষক, বাইরে বের করে মারধর করার অভিযোগ
শুক্রবার নিহত কিশোরীর বাড়িতে গিয়ে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, পরিবার যদি সিবিআই তদন্ত চায়, কংগ্রেস পাশে থাকবে। তবে প্রশাসনের আগে চেষ্টা করা উচিত, পরিবারের আস্থা অর্জন করার। একা শিক্ষক এত দূর দেহাংশ নিয়ে গেছেন কি না, তা নিয়েও তদন্ত হওয়া দরকার। একই দিনে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দেন, তদন্তে কোনও খামতি রাখা হবে না। পরিবারের অভিযোগের ভিত্তিতেই রামপুরহাট থানার এএসআই জুলি সাহাকে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপারকে তিনি নিজে ফোন করেছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, পরিবার সিবিআই তদন্তের কথা বলেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে বিশেষ সরকারি কৌঁসুলি আনা হবে এই মামলায় সঠিকভাবে আইনি লড়াই চালানোর জন্য।