কাকদ্বীপে ট্রলারডুবির ঘটনায় আটজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হল। তবে অপর এক মৎস্যজীবীর খোঁজ মেলেনি। কাকদ্বীপের বাঘের চর থেকে প্রায় ৬০ কিমি দূরে প্রবল ঝড়ে উলটে গিয়েছিল ট্রলারটি। তাতে করেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা। নিখোঁজ মৎস্যজীবীদের দেহ বন্ধ কেবিন থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার ওই ডুবে যাওয়া ট্রলারটিকে পাড়ে আনা হয়েছে।
সব মিলিয়ে ১৭জন ছিলেন ওই ট্রলারে। তাদের চিৎকারে অন্য ট্রলার এসে কয়েকজনকে উদ্ধার করেছিল। বাকিরা আটকে পড়েছিলেন ট্রলারে।
মাঝ সমুদ্রে টর্নেডোর জেরে ডুবে গিয়েছিল মৎস্যজীবীদের ওই ট্রলার। ঘটনায় আগেই উদ্ধার হয়েছিলেন ৮ জন মৎস্যজীবী। তবে নিখোঁজ ছিলেন ৯ জন। ৮জন মৎস্যজীবী বাইরে বেরোতে পারেননি। যে কারণে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে। উদ্ধারের সময় তাদের শরীর ফ্যাকাসে হয়ে গিয়েছিল। এফবি বাবা গোবিন্দ ট্রলার নামে সেই ট্রলারকে উদ্ধার করতে সমুদ্রে অভিযান চালায় মৎস্যজীবীদের ৮টিরও বেশি ট্রলার।
আরও পড়ুন: সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪৯ জন মৎসজীবী, হেলিকপ্টার দিয়ে তল্লাশি
জানা গিয়েছে, ১৭ জন মৎসজীবী এফবি ট্রলারে করে মাঝ সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপরেই শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আচমকা টর্নেডোর কবলে পড়ে ট্রলারটি এবং ডুবে যায়। এই ঘটনার জেরে ৯ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। এবিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি ডুবে যায়। ঘটনায় আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা সেখানে এসে ৮ কোনওমতে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেন।
পরে জানা যায়, ট্রলারটিকে সোজা করা হয়। তবে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি চালাতে গিয়ে সমস্যার মুখে পড়েন মৎস্যজীবীরা। পরে ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হয়। নামখানার হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপের কাছে ট্রলারটিকে টেনে আনার পর তাতে প্রথমে দুজনের দেহ দেখতে পাওয়া যায়। তবে জোয়ার থাকার কারণে ট্রলারের কেবিনের ভিতরে তল্লাশি চালাতে গিয়েও সমস্যায় পড়তে হয়। ট্রলার উদ্ধার নিয়ে পুলিশ প্রশাসন ও মৎস্যজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করে। তারপরেই অভিজ্ঞ ডুবুরি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় ৮ মৎসজীবী উদ্ধার হওয়ার খবর পেয়েই হাসপাতালে মৎস্যজীবীদের দেখতে গিয়েছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।