BANGLADESHI , ARRESTED , MALDA , FAKE DOCUMENT :
দশ বছর ধরে নাম-পরিচয় বদলে মালদায় বসবাস! শেষ পর্যন্ত ধরা পড়ল বাংলাদেশি যুবক। ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ২০ বছরের হৃদয় মিঞা। ধৃত যুবক আসলে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বাসিন্দা। অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির জোরে এতদিন এ রাজ্যে অবাধে বসবাস করছিলেন তিনি।
আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?
গত শুক্রবার মহদিপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই যুবককে। স্থানীয়দের নজরে আসতেই প্রথমে তাঁকে আটক করে জনতা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে হৃদয় স্বীকার করেন, তিনি বাংলাদেশি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি প্যান কার্ডও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় এক দশক আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি এবং তারপর থেকেই বাংলার বিভিন্ন জায়গায় থাকছিলেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক দীর্ঘদিন ধরে নিজের আসল পরিচয় গোপন করে এ রাজ্যে অবৈধভাবে বসবাস করছিলেন। কোন পথে তিনি ভারতে ঢুকেছিলেন, কারা তাঁকে সাহায্য করেছিল এবং এতদিন কীভাবে নথি জোগাড় করেছিলেন? তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই হাওড়া থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ, যিনি ২২ বছর আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তারও আগে গত মে মাসে নদিয়ায় একসঙ্গে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। বারবার এ ধরনের ঘটনা সামনে আসায় সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে উদ্বেগ বাড়ছে।