পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। সেই ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এখন এই জঙ্গি হামলার বদলা চাইছেন দেশবাসী। তারপরেই জঙ্গি নিধনে জোরদার অভিযানে নেমেছে ভারতীয় সেনা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। সেই আবহে আসানসোলে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল থেকে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) পোস্ট করে এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে শুক্রবার আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।
আরও পড়ুন: পহেলগাঁওয়ে হামলা খবর কখন পায় থানা? কেন ধরা পড়েনি জঙ্গিরা? FIR-এ মিলল তথ্য
বিজেপির অভিযোগ, গতকাল বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল হয়েছিল। সেই মিছিল থেকেই পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেওয়া হয়েছিল। সেই অভিযোগ নিয়ে আজ থানার মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। কৃষ্ণেন্দু অভিযোগে জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের স্লোগান দেশবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের স্লোগান দেওয়া অপরাধীরা নিঃসন্দেহে অবৈধ অনুপ্রবেশকারী, সম্ভবত তারা বাংলাদেশি। অথবা এদের দেশবিরোধী মনোভাব রয়েছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের কার্যকলাপ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক।জানা গিয়েছে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মেল মারফত আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকে এই অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় বিজেপি নেতা অরিজিৎ রায় দাবি করেন, যারা এই শ্লোগান দিয়েছিল অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।যদিও এই অভিযোগ মানতে নারাজ তাহফফুজ ওয়াকফ কমিটি। কমিটির পক্ষ থেকে মুফতি সৈয়দ আসাদ বলেছেন, ওয়াকফ আইনের মিছিল থেকে এই ধরনের কোনও রকমের শ্লোগান দেওয়া হয়নি।কমিটির দাবি, সংবিধান জিন্দাবাদ শ্লোগান দেওয়া হয়েছিল। তবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়নি। এটা নিয়ে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। পাল্টা যারা এই ধরনের অপপ্রচার করছেন তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোল দক্ষিণ থানায় পাল্টা অভিযোগ জানিয়েছে কমিটি। ওই অভিযোগে নাম রয়েছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ কয়েকজনের।