কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আগেই জাতীয় পরিবেশ আদালতে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে। তারপরেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৎপর হয়েছে রাজ্য। বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিটি পুরসভা এলাকার কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবমিলিয়ে রাজ্যজুড়ে ৬৮টি ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে। সূত্রের খবর, আগামী এক বছরের মধ্যে এই কেন্দ্রগুলি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: ঝকঝকে হবে পুর এলাকা, এবার আবর্জনা সাফাই নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা
পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই কেন্দ্রগুলি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা)- কে। সূত্রের খবর, রাজ্যে প্রতিদিন ৯ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এই কেন্দ্রগুলি তৈরি হলে দিনের দিনই এই সমস্ত বর্জ্য ব্যবস্থাপনার অধীনে আনা যাবে। উল্লেখ্য, দিনের পর দিন বর্জ্য জমে থাকলে তা কতটা বিপদ ডেকে আনতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বেলগাছিয়া ভাগাড়। সেখানে জমে থাকা বর্জ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হওয়ায় এবং বর্জ্যের চাপ মাটির সহন ক্ষমতার বাইরে চলে যাওয়ায় একের পর এক ধস নেমে বিপর্যয় দেখা গিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা হলে সেই সমস্যা আর দেখা দেবে না বলে মনে করছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা।