পুরুলিয়ার বাঘমুণ্ডি অঞ্চলে ঘটেছে রোমহর্ষক তিনটি খুন। এবার মা, মেয়ে ও নাবালিকা মাসিকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তিনজনকে। বুধবার পুরুলিয়া পুলিশ লাইনসে আয়োজিত সাংবাদিক বৈঠকে খড়্গপুরের এসআরপি দেবশ্রী সান্যাল এবং পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানান। তাঁদের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন: প্রেম থেকে শত্রুতা, পরে ৩খুন! বাঘমুণ্ডির ট্রিপল মার্ডার কেসে উন্মোচন হচ্ছে রহস্য
ঘটনার সূত্রপাত সোমবার ভোরে। সুইসা স্টেশনের কাছের রেললাইনে উদ্ধার হয় তিনজনের দেহ কাজল মাছোয়াড়, তাঁর সাত বছরের মেয়ে এবং নাবালিকা বোন। প্রথমে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে দেখানোর চেষ্টা হলেও, মৃতদেহের মাথায় গভীর আঘাত এবং গলায় দাগ দেখে পুলিশ নিশ্চিত হয়, এটি পরিকল্পিত খুন। এরপরই পুরুলিয়া জিআরপি থানায় খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু হয়। ময়নাতদন্তের পুরো প্রক্রিয়াই ভিডিয়োগ্রাফি করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় বাবুজান মোমিন, বিজয় মাছোয়াড় এবং আরও একজনকে। পুলিশ সূত্রে খবর, বাবুজানের সঙ্গে কাজলের দীর্ঘদিনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অন্যদিকে, বিজয়ের সঙ্গে নাবালিকা বোনের সম্পর্কের বিষয়েও প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব নিয়েই দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয়।