ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার রাজোয়া গ্রাম। সেখানকার উত্তরপাড়ার এক পরিত্যক্ত কাঁচা বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তাতে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটে। (আরও পড়ুন: বিশাল মেগা মার্টে ভয়াবহ আগুন, লিফটে আটকে পড়ে মত্যু বছর ২৫-এর যুবকের)
আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে রক্তাক্ত নওদা, বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, দেহ আটকে বিক্ষোভ
স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ হঠাৎ করেই একটি তীব্র শব্দে কেঁপে ওঠে উত্তরপাড়া এলাকা। শব্দের উৎস খুঁজতে বের হন আশপাশের মানুষজন। বাইরে বেরিয়েই দেখতে পান, একটি কাঁচা বাড়ি আগুনে জ্বলছে এবং তার একটি বড় অংশ ভেঙে পড়েছে। ঘটনায় খবর যায় কাটোয়া থানায়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজ শুরু হয় রাতেই। ভাঙা বাড়ির ভিতর থেকে প্রথমে এক জখম ব্যক্তিকে বের করে নিয়ে আসা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে একজনের দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম-পরিচয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। (আরও পড়ুন: শমীকের মাথায় 'আশীর্বাদের হাত' রাখতে ২১ জুলাইয়ের আগে বাংলায় আসতে পারেন মোদী)