সরকারি অফিস থেকে শিশুদের জন্য পাঠ্যবই পৌঁছানোর কথা প্রত্যন্ত গ্রামের প্রতিটি স্কুলে। অথচ সেই সরকারি অফিস থেকেই নাকি উধাও হয়ে যাচ্ছে বই! অভিযোগ, বালি-কয়লার মতোই এই সব পাঠ্যপুস্তক ট্রাকে করে পাচার করা হচ্ছে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। আর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে জেলার প্রশাসনিক মহলে।
আরও পড়ুন: তোলার টাকা না পেয়ে লরির পিছু ধাওয়া পুলিশের, রেষারেষির জেরে প্রাণ গেল ৯টি গরুর
অভিযোগ উঠেছে, পূর্ব বর্ধমানের সদর উত্তরচক্রের প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বিনামূল্যের বই দু’দফায় পাচার করা হয়েছে। অভিযোগ, ১২ এপ্রিল ও ৩০ এপ্রিল, দু’টি ট্রাকে করে বই তুলে দেওয়া হয় গোপন গন্তব্যে। শুধু বই সরিয়ে ফেলা নয়, বই বিক্রিও করে দেওয়া হয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে একটি চিঠিতে। ছ’জন শিক্ষক তাতে স্বাক্ষর করেছেন। শিক্ষকদের বক্তব্য, এই বই ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজন। তবুও তা সরবরাহ করা যাচ্ছে না। অভিযোগ আরও গুরুতর, কারণ নিয়ম অনুযায়ী শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি করে কপি বরাদ্দ থাকে, সেটাও পাওয়া যাচ্ছে না।
এই ঘটনায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য স্পষ্ট জানান, সরকারি অফিস থেকে পুরনো বা নতুন কোনও বইও বিক্রি করা যায় না। নষ্ট হলেও সেটা গুদামে রাখতে হয়। তবে এই অভিযোগ মারাত্মক। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি সত্যি প্রমাণিত হয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে।