উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে রয়েছে বিশ্বকর্মা পুজোর পরই রয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। এরপর রয়েছে অক্টোবরে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর মতো উৎসব। এই উৎসবের সময়ই শুক্র নিজের মেজাজে থেকে ঘোরাবেন অনেকের ভাগ্য। অক্টোবর মাসে রয়েছে শুক্রের ৪ বার অবস্থান পরিবর্তন। তারফলে বহু রাশি সুসময়ের মুখ দেখবেন। কারা লাকি এই সময় কালে? দেখে নিন।
কুম্ভ
সময়ে সময়ে আকস্মিক ধনলাভ হবে। কর্মস্থলে আপনার পরিশ্রম, অফিসের সিনিয়রদের নজরে আসবে। আপনার সমস্ত উদ্যোগের প্রশংসা আপনি পাবেন। আপনি কেরিয়ার আর ব্যক্তিগত জীবন নিয়ে সুখী হবেন। আপনার পারিবারিক জীবন আপনাকে সন্তুষ্টি দেবে। যুবক যুবতিরা লক্ষ্য প্রাপ্তি করতে পারবেন। নতুন পরিচিতি পাবেন। আপনার আয়ের স্রোতও বাড়বে।
মেষ
আয়ের নতুন নতুন মাধ্যম তৈরি হতে পারে। কোথাও যাত্রা করতে পারেন। পরিবারের সঙ্গে সময় ভালোর দিকে যাবে। কোনও দীর্ঘ দূরত্বের জায়গায় সফর করতে পারেন। চাকরিরতরা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। কর্মস্থলে জুনিয়র, সিনিয়রদের সঙ্গেও সম্পর্ক ভালোর দিকে যাবে।
( ICCর জবাবে ঢোঁক গিলছে PCB? সূর্যকে নিয়ে ঘৃণ্য মন্তব্য ইউসুফের, খবরে আফ্রিদিও)
ধনু
এই সময় আপনার রোজগার খুব ভালোর দিকে যাবে। নতুন কোনও গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁরা এই সময় ভালো ফল পেতে পারেন। দেশ বিদেশের যাত্রায় যেতে পারেন। আসন্ন সময়ে বহু ঘটনার ফলাফল আপনার পক্ষে যেতে পারে। সুখ সুবিধা এই সময় বাড়তে পারে। সম্পর্কগুলি ভালোর দিকে যেতে পারে।
( বি.দ্র- আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং নির্ভুল। বিস্তারিত এবং আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)