বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহেরই আলাদা মাহাত্ম্য রয়েছে। একটি নিশ্চিত সময়ের পরে শুক্র আর অরুণের অর্ধকেন্দ্র যোগ দেশ দুনিয়াতে প্রভাব ফেলতে পারে। ফলত বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসবে বদল। ১৪ অগস্ট শুক্র, অরুণের সঙ্গে সংযোগ তৈরি করতে চলেছেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। জ্যোতিষ গণনা বলছে, ১৪ অগস্ট সকাল ৭ টা ২২ মিনিটে শুক্র আর আরুণ একে অপরের ৪৫ ডিগ্রিতে অবস্থান করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
কন্যা
চাকরিরতদের লাভ আসতে পারে। নতুন চাকরি প্রাপ্তির কোনও সুযোগ হতে পারে। কোনও তীর্থ যাত্রায় যেতে পারেন। আপনি পরিশ্রমের ফল অনুসারে কোনও লাভ পেতে পারেন। উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ হতে পারে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অনেক রকমের চিন্তা ভাবনা কমবে।
বৃশ্চিক
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। আর্থিক দিক থেকে লাভের যোগ তৈরি হবে। প্রেম জীবন ভালোর দিকে যেতে পারে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। এরই সঙ্গে জীবনে খুশি, আনন্দ আসতে পারে।
কুম্ভ
এই রাশির জাতক জাতিকারা ভালো কিছু লাভ পেতে পারে। এই সময় গুরু বৃহস্পতির যুতি তৈরি হবে। যারফলে এই রাশির জাতক জাতিকাদের বেশি লাভ হতে পারে। সন্তানের দিক থেকে চলা সমস্যা সমাপ্ত হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে পারে। আর্থিক দিক থেকে এই সময় ভালো কাটতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )