গ্রাহক বাড়াতে উঠে পড়ে লেগেছে BSNL। আর সেই উদ্যোগের অংশ হিসেবেই একের পর এক দুর্দান্ত প্ল্যান আনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা।
এবার নতুন দীপাবলি অফার নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। দেশজুড়ে নতুন ভারত ফাইবার (FTTH) ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য দিওয়ালি ধামাকা অফার ২০২১-এর ঘোষণা করল সংস্থা। মাসিক রিচার্জে মিলতে পারে ৯০% পর্যন্ত ছাড়। প্ল্যানটি নতুন BSNL FTTH গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
দীপাবলি অফার পেতে BSNL পোর্টালে বা BSNL গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে (BSNL CSC) ভারত ফাইবার (FTTH) সংযোগ বুক করতে হবে৷
BSNL দিওয়ালি স্পেশাল ডিসকাউন্ট স্কিম ১ নভেম্বর ২০২১ থেকে পরবর্তী ৯০ দিনের জন্য উপলব্ধ। অর্থাত্ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অ্যাকটিভ নতুন BSNL FTTH সংযোগে এই দীপাবলি অফারে ৯০% ছাড় মিলতে পারে৷
৯০% পর্যন্ত ছাড় পেতে শর্তাবলী:
যে কোনও FTTH প্ল্যানে সর্বোচ্চ ৫০০ টাকার ছাড় দেওয়া হবে। অর্থাত্ আপনার BSNL FTTH কানেকশনের জন্য যে কোনও প্ল্যান বেছে নিলেই প্রথম মাসের বিলে সর্বোচ্চ ৫০০ টাকার ছাড় পেতে পারেন।