বাংলা নিউজ > টেকটক > নতুন ভিশন প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট আনল Apple! দাম কত?
পরবর্তী খবর
নতুন ভিশন প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট আনল Apple! দাম কত?
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2023, 11:59 AM ISTSoumick Majumdar
অ্যাপলের নতুন ভিশন প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। এই প্রতিবেদনে এই অত্যাধুনিক ডিভাইসের অভ্যন্তরীণ কার্যকারিতা, ফিচার্স এবং মিক্সড রিয়েলিটির বাজারে কীভাবে এটি বিপ্লব আনতে পারে, তাই জানতে পারবেন।
ফাইল ছবি: এএফপি
Apple Vision Pro Mixed Reality Headset: মিক্সড রিয়েলিটি হেডসেট আনল অ্যাপেল। অগমেন্টেড রিয়েলিটি সময়ের সঙ্গে জনপ্রিয় হচ্ছে। এবার সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ দিল অ্যাপেল। অ্যাপলের নতুন ভিশন প্রো মিক্সড রিয়েলিটি হেডসেট বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। এই প্রতিবেদনে এই অত্যাধুনিক ডিভাইসের অভ্যন্তরীণ কার্যকারিতা, ফিচার্স এবং মিক্সড রিয়েলিটির বাজারে কীভাবে এটি বিপ্লব আনতে পারে, তাই জানতে পারবেন। আরও পড়ুন: বিশ্বের 'সবচেয়ে পাতলা' ল্যাপটপ আনল অ্যাপল, ভারতে ম্যাকবুক এয়ারের দাম কত পড়বে?
ডিজাইন ও ডিসপ্লে
বড়, বাল্কি ডিজাইন নয়। মসৃণ এবং লাইটওয়েট ডিজাইনই এই হেডসেটের সবচেয়ে বড় ফিচার। অ্যাপেল ভিশন প্রো মিক্সড রিয়েলিটি হেডসেটের ওজনও কম। অনেকক্ষণ পরে থাকা যাবে। হাই-রেজোলিউশন OLED ডিসপ্লে রয়েছে। এখনকার বেশিরভাগ হেডসেটের তুলনায় এর রেজোলিউশন অনেকটাই ভাল। ডুয়াল-ডিসপ্লে সিস্টেমের মাধ্যমে একেবারে যেন সত্যিকারের মিক্সড রিয়েলিটির জগতে প্রবেশ করে যাবেন।
অ্যাডভান্সড ট্র্যাকিং ও ইন্টারাকশান
অ্যাপেলের ভিশন প্রো-তে দুর্দান্ত ট্র্যাকিং প্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে সংস্থা। LiDAR এবং ডেপত সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর আশেপাশের পরিবেশ সনাক্তকরণ এবং ম্যাপিং করতে পারবে। ভার্চুয়ালি কোনও বস্তুর বাস্তবসম্মত স্থান নির্ধারণ করে নেবে এই চশমা। এরপর সেই অনুযায়ী মিক্সড রিয়েলিটি ইন্টারাকশান করা যাবে। আই-ট্র্যাকিং ফিচারের কারণে আরও সঠিকভাবে ভার্চুয়াল ছবি দেখা যাবে। শুধু তাই নয়, এতে হ্যাপটিক ফিডব্যাক এবং স্প্যাটিয়াল অডিয়ো এই নিম্মজিত অভিজ্ঞতা আরও উন্নত করে।
পারফরম্যান্স ও কানেকটিভিটি
অ্যাপেলের কাস্টম-ডিজাইনড বিশেষ চিপ দ্বারা এটি চালিত। শক্তিশালী প্রসেসরের মাধ্যমে এই জটিল ভার্চুয়াল রেন্ডারিংয়ের ক্ষেত্রে যাতে কোনও ল্যাগ না হয়, তা নিশ্চিত করেছে অ্যাপেল। সেই সঙ্গে 5G কানেক্টিভিটি পাবেন। ফলে সহজেই ক্লাউড-ভিত্তিক পরিষেবার অ্যাক্সেস পেয়ে যাবেন। রিয়েল-টাইমে কনটেন্ট স্ট্রিম করতে পারবেন। ইম্মারসিভ গেমিং এবং ইন্টারেক্টিভ যোগাযোগ ব্যবস্থা সমস্ত ধরনের কাজই হবে এই একটি ডিভাইসের মাধ্যমে।
দাম
অ্যাপেলের Apple Vision Pro মিক্সড রিয়েলিটি হেডসেটের দাম শুরু হচ্ছে ৩,৪৯৯ মার্কিন ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২,৮৯,১২০ টাকা।