শুভব্রত মুখার্জি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে আর কয়েকদিন বাদেই। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছেন প্রায় সমস্ত প্রতিযোগীই। গেমস শুরুর অপেক্ষায় রয়েছেন তারা। ব্যতিক্রম নয় ভারতীয় দলও। তবে কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতীয় শিবিরে যেন কিছুটা ছন্দ কাটার ইঙ্গিত। একে রয়েছে ডোপে পজিটিভ ধরা পড়ার ছায়া। তার উপর ভারতের সেরা বাজি নীরজ চোপড়া গেমস শুরুর আগেই চোটের কারণে সরে দাঁড়িয়েছেন মঙ্গলবার। তার মধ্যেই নিজের ব্যক্তিগত ফিজিওকে কমনওয়েলথ গেমসের আসরে না পাওয়ার ফলে কিছুটা অভিযোগের সুরে জানালেন কুস্তিগীর বজরং পুনিয়া।
আরও পড়ুন: T20 WC-এর আগে ফিরলেন প্রাক্তন কোচ, কেন এই পদক্ষেপ?
বক্সার লভলিনা বড়গোহাঁইয়ের পরবর্তীতে কমনওয়েলথ দলে নিজের ব্যক্তিগত ফিজিওকে না পাওয়ার ফলে অভিযোগ তুলেছেন বজরং পুনিয়া। উল্লেখ্য ফিজিও আনন্দ দুবে জায়গা পাননি কমনওয়েলথ গেমসের ভারতীয় স্কোয়াডে। কর্মকর্তাদের একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তারা বজরং পুনিয়ার কথা রাখেননি। এই মুহূর্তে আমেরিকার মিচিগানে অনুশীলন করছেন পুনিয়া। সেখানেই তার সঙ্গে রয়েছেন ফিজিও আনন্দ দুবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।