বাংলা নিউজ > ময়দান > ঘরোয়া ক্রিকেট ভালো খেলে আর লাভ নেই- সরফরাজকে বাদ দেওয়ায় চটে লাল প্রাক্তন ভারতীয় ওপেনার
পরবর্তী খবর
ঘরোয়া ক্রিকেট ভালো খেলে আর লাভ নেই- সরফরাজকে বাদ দেওয়ায় চটে লাল প্রাক্তন ভারতীয় ওপেনার
1 মিনিটে পড়ুন Updated: 24 Jun 2023, 12:46 PM ISTTania Roy
ঘরোয়া ক্রিকেটে এক টানা ধারাবাহিক ভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা মুম্বইয়ের সরফরাজ খানকে উইন্ডিজ টেস্ট সিরিজের জন্য বেছে নেওয়া হবে বলে অনেকেই মনে করেছিল। কিন্তু এবারও ভাগ্যের শিকে ছিঁড়ল না সরফরাজের। অথচ সুযোগ পেলেন যশস্বী, রুতুরাজরা। যাঁদের চেয়ে সরফরাজের গড় প্রায় দ্বিগুণ।
সরফরাজ খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে শুক্রবার। আর দল ঘোষণার পর থেকেই চলছে তীব্র বিতর্ক। এবার ভারতীয় দলে জায়গা পেয়েছে তিন নতুন মুখ। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল এবং মুকেশ কুমার। এঁরা ২০২৩ আইপিএলে ভালো পারফরম্যান্স করেছেন। যে কারণে তাদের ভারতীয় টেস্ট দলে জায়গা দেওয়া হয়েছে। অথচ, সরফরাজ খান এবং অভিমন্যু ঈশ্বরনের মতো খেলোয়াড়রা, যাঁরা ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন ধারাবাহিক ভাবে ভালো খেলে চলেছেন, তাঁরা আরও এক বার উপেক্ষিতই থেকে গিয়েছেন। নির্বাচকদের এই সিদ্ধান্তে রীতিমতো চটেছেন বহু প্রাক্তন ক্রিকেটারই। সরফরাজ খানকে উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন আকাশ চোপড়া ও অভিনব মুকুন্দরা।
ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান অভিনব মুকুন্দ টুইটারে খেলোয়াড় বাছাইেয়র ক্ষেত্রে নির্বাচক কমিটির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটের চেয়ে আইপিএল পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য নির্বাচকদের কটাক্ষ করেছেন তিনি। মুকুন্দ তাঁর টুইটে লিখেছেন, ‘এই নির্বাচন প্রক্রিয়া বুঝতে আমি অক্ষম। আমার মাথায় এই প্রসঙ্গে এত কথা আসছে, যা একটি সংক্ষিপ্ত টুইটে বলা সম্ভব নয়। তবে একজন তরুণ খেলোয়াড়ের তাঁর রাজ্যের হয়ে খেলতে পেরে গর্বিত হওয়ার অনুপ্রেরণাটা কী? স্পষ্টতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই এখন ভারতীয় দলে প্রবেশের একটি আসল জায়গা।’
২৫ বছর বয়সী সরফরাজ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড বেশ ঈর্ষণীয়। তিনি ৩৭ ম্যাচে ৫৪টি ইনিংসে ৭৯.৬৫ গড়ে মোট ৩৫০৫ রান করেছেন। যার মধ্যে ১৩টি সেঞ্চুরি এবং ৯ টি হাফ সেঞ্চুরি রয়েছে। সারফরাজ খানের সর্বোচ্চ স্কোর ৩০১। গত তিনটি রঞ্জি ট্রফি মরশুমে সরফরাজের গড় ১০০-র উপরে ছিল। এই পরিস্থিতিতে তাঁর টেস্ট টিমে নির্বাচিত না হওয়াটা যে কোনও ক্রিকেটপ্রেমীকেই অবাক করেছে। যা নিয়ে চলছে তীব্র সমালোচনা এবং বিতর্কও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।