ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার, ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। সবাই ভেবেছিলেন যে, ঘরোয়া ক্রিকেটে এক টানা ধারাবাহিক ভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা মুম্বইয়ের সরফরাজ খানকে উইন্ডিজ টেস্ট সিরিজের জন্য বেছে নেওয়া হবে। কিন্তু এবারও ভাগ্যের শিকে ছিঁড়ল না সরফরাজের। তাঁকে উপেক্ষা করলেন নির্বাচকরা। অথচ সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়দের। যাঁদের চেয়ে সরফরাজের গড় প্রায় দ্বিগুণ। ব্যাটে রানের বন্যা। তবু কেন উপেক্ষিত হতে হচ্ছে সরফরাজকে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে তিন জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, ডান হাতি ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় এবং ফাস্ট বোলার মুকেশ কুমার। এই তিন জন খেলোয়াড়ই ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ২০২৩ আইপিএলে ভালো পারফরম্যান্স করেছেন। তবে ব্রাত্যের তালিকায় সেই সরফরাজ।
আরও পড়ুন: অদূরদর্শী আর বোকার মতো সিদ্ধান্ত- রাহানেকে সহ-অধিনায়ক করা নিয়ে জোর বিতর্ক নেটপাড়ায়
২৫ বছর বয়সী সরফরাজ খানের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড বেশ ঈর্ষণীয়। তিনি ৩৭ ম্যাচে ৫৪টি ইনিংসে ৭৯.৬৫ গড়ে মোট ৩৫০৫ রান করেছেন। যার মধ্যে ১৩টি সেঞ্চুরি এবং ৯ টি হাফ সেঞ্চুরি রয়েছে। সারফরাজ খানের সর্বোচ্চ স্কোর ৩০১। এ দিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে রুতুরাজের প্রায় ৪২ এর কাছাকাছি। সরফরাজের সঙ্গে যদি তুলনায় রুতু ধারেকাছে আসেন না। গত তিনটি রঞ্জি ট্রফি মরশুমে সরফরাজের গড় ১০০-র উপরে ছিল। এই পরিস্থিতিতে তাঁর টেস্ট টিমে নির্বাচিত না হওয়াটা যে কোনও ক্রিকেটপ্রেমীকে অবাক করেছে।
হতাশ সরফরাজ নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে উপেক্ষিত হওয়ার পরে মুম্বই ব্যাটার সরফরাজ খান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির রয়েছে ব্যাটিং নেট। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলছে ‘লক্ষ্য’ গানটি। তিনি একটি ব্যাট এবং বলের ইমোজির পাশাপাশি লিখেছেন, ‘ওয়ান লাভ’। এই মেসেজের মাধ্যমে সরফরাজ সম্ভবত ইঙ্গিত করতে চেয়েছেন, ক্রিকেট তাঁর জীবনের একমাত্র ভালোবাসা। আর নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে তিনি লড়াই চালিয়ে যাবেন। সহজে হাল ছাড়ার পাত্র নন মুম্বইয়ের তারকা ব্যাটার।

সরফরাজের ইনস্টাগ্রাম স্টোরির পোস্ট।
সরফরাজ খানকে না বাছার কারণ হিসেবে যুক্তি দেওয়া হচ্ছে যে, তাঁর ফিটনেস ঠিক নয় এবং তিনি অত্যন্ত মোটা। অথচ তাঁর পারফরম্যান্সে এর কোনও প্রভাব পড়ে না। সুনীল গাভাসকর তো এই প্রসঙ্গে রেগে গিয়ে বলেওছিলেন, ‘রোগা হওয়াটাই যদি দলের সুযোগ পাওয়ার ক্রাইটেরিয়া হয়ে থাকে, তবে কোনও ফ্যাশন শো-তে গিয়ে মডেল খুঁজে নিয়ে আসুন। তার পর মডেলদের হাতে ব্যাট-বল ধরিয়ে দিয়ে খেলা শিখিয়ে নিন। এ ভাবে তো আর ক্রিকেট খেলা হতে পারে না। আমাদের বিভিন্ন ধরণের, বিভিন্ন আকারের ক্রিকেটার রয়েছে। যার ফলে, শরীরের আকার-আকৃতি-উচ্চতার দিকে যাওয়া উচিত নয়। বরং কোনও ক্রিকেটারের রান বা উইকেটের দিকে নজর দেওয়া উচিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।