ফাইনাল শেষে বঙ্গতনয়া জানিয়েছেন, ‘অনবদ্য একটা অনুভুতি। শেষ ৩ বছর ধরে অপেক্ষা করেছি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের। এবারেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল। খুব খুশি যে আমরা বিশ্বকাপ জিতেছি। দলে প্রত্যেকের মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে।’
রিচা ঘোষ (ছবি-পিটিআই)
শুভব্রত মুখার্জি: প্রথম আইসিসি অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকায়। আর প্রোটিয়াভূমেই ইতিহাস গড়লেন শেফালি ভার্মা, রিচা ঘোষরা। ভারতের সিনিয়র পুরুষ বা মহিলা দল যা পারেনি সেটাই করে দেখালেন ছোটরা। অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিলেন তাঁরা। পচেফস্ট্রুমে এদিন ইতিহাস রচনা করেন তাঁরা। এই দলে এমন দুই সদস্যা রয়েছেন যারা ভারতের সিনিয়র দলে নিয়মিত খেলেন। একজন অধিনায়ক শেফালি বর্মা। অপরজন বাঙালি কন্যা কিপার ব্যাটার রিচা ঘোষ। ফাইনাল জিতে রিচা জানিয়েছেন শেষ ৩ বছর ধরে অপেক্ষা করেছি। শেষ সুযোগ ছিল খেলার।
ফাইনাল শেষে বঙ্গতনয়া জানিয়েছেন, ‘অনবদ্য একটা অনুভুতি। শেষ ৩ বছর ধরে অপেক্ষা করেছি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের। এবারেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল। খুব খুশি যে আমরা বিশ্বকাপ জিতেছি। দলে প্রত্যেকের মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে। প্রত্যেকের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত,প্রতিটি সময় আমি উপভোগ করেছি। আমরা পজিটিভ গুলো আমাদের সঙ্গেই নিয়ে যাব। যে মোমেন্টামটা পেয়েছি সেটাই সিনিয়র বিশ্বকাপে সঙ্গে করে নিয়ে যেতে চাই। আমরা সকলেই সিনিয়র বিশ্বকাপ খেলতে মুখিয়ে রয়েছি। যদি দুটি বিশ্বকাপ আমরা জিততে পারি তাহলে সেটা সুপার স্পেশাল হবে। তবে আমরা একটা একটা করে ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।