আউট হওয়ার আগে বিরাট কোহলি চার মেরেছিলেন। তখন বিশেষজ্ঞরা মনে করেছিলেন হয়তো বিরাট কোহলি সেট হয়ে গিয়েছেন। তখন তাঁর একটি ভুল শট নির্বাচন টিম ইন্ডিয়াকে তৃতীয় ধাক্কা দিয়েছিল। আউট হওয়ার পরে নিজের শট নির্বাচন নিয়ে বিরাটকে বেশ অসন্তুষ্ট দেখাচ্ছিল।
বাউন্ডারি লাইনে পৌঁছে এটা কী করলেন বিরাট কোহলি (ছবি-টুইটার)
বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩-এ বিরাট কোহলির সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে সিরিজের তিনটে টেস্ট ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও সেই অপেক্ষা অব্যাহত রয়েছে। সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হয়ছিল ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমেছিল। সেই সময়ে শুভমন গিল ও রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে ব্য়াট হাতে নেমেছিলেন বিরাট কোহলি। তবে এই সময়েও বড় রা করতে পারলেন না কিং কোহলি।
ইনিংসের ২২.৪ ওভারে মাত্র ১৩ রান করে ম্যাথিউ কুনম্যানের শিকার হন বিরাট কোহলি। সেই সময়ে টিম ইন্ডিয়া স্কোর বোর্ডে তুলেছিল মাত্র ৫৪ রান। আউট হওয়ার আগে বিরাট কোহলি চার মেরেছিলেন। তখন বিশেষজ্ঞরা মনে করেছিলেন হয়তো বিরাট কোহলি সেট হয়ে গিয়েছেন। তখন তাঁর একটি ভুল শট নির্বাচন টিম ইন্ডিয়াকে তৃতীয় ধাক্কা দিয়েছিল। আউট হওয়ার পরে নিজের শট নির্বাচন নিয়ে বিরাটকে বেশ অসন্তুষ্ট দেখাচ্ছিল।
আউট হওয়ার পর, তিনি রিভিউও নেননি কারণ তিনি জানতেন ভালো শুরুর পর অস্ট্রেলিয়াকে তিনি তাঁর উইকেট উপহার দিয়েছেন। বিরাট কোহলি ২৬ বলে ১৩ রানের ইনিংস খেলে আউট হন। প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারতীয় দল। জবাবে অস্ট্রেলিয়াকে ১৯৭ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে বিরাট যখন আউট হন, তখন তাঁর মুখে হতাশা স্পষ্ট দেখা গিয়েছিল। বাউন্ডারি লাইনে পৌঁছানোর পর রাগে ব্যাটটি মাটিতে মারার চেষ্টা করেন। টিভির পর্দায় বিরাটের হতাশার ছবি ফুটে ওঠে। যা পরবর্তী সময়ে সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। বিরাট কোহলিকে এমন অবস্থায় দেখে অনেকেই অবাক হয়েছেন। সকলের মতেই বিরাট নিজের ভুল বুজেই এমন হতাশ হয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।