দ্য হান্ড্রেডের দ্বিতীয় মরশুমে বার্মিংহ্যাম ফোনিক্সে যোগ দিলেন দীপ্তি শর্মা। ভারতের তারকা অল-রাউন্ডার ওয়াইল্ড কার্ড ড্রাফটে মাথা গলিয়ে দেন টুর্নামেন্টে। বিদেশি ক্রিকেটারের কোটায় ওয়াইল্ড কার্ডে দ্য হান্ড্রেডে ঢুকে পড়েন সুজি বেটস, জেস কের, লি তাহুহুরাও।
নিয়ম অনুযায়ী দ্য হান্ড্রেডের দলগুলি পছন্দ মতো পুরনো ক্রিকেটারদের ধরে রাখার পরে একজন করে বিদেশি ক্রিকেটারকে ওয়াইল্ড কার্ডে দলে নিতে পারবে। দীপ্তিকে সেই মতো এবার সই করায় বার্মিংহ্যাম।
দীপ্তি গত বছর লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেডে মাঠে নামেন। তারা চার নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে। অন্যদিকে বার্মিংহ্যাম ফোনিক্স গত মরশুমে লিগ টেবিলের তিন নম্বরে থাকে। তবে তারা এলিমিনেটরে ওভালের কাছে হেরে যায়।
দীপ্তি গতবছর দ্য হান্ড্রেডের ৮ ম্যাচে মাঠে নেমে ১৯.২৫ গড়ে ৭৭ রান সংগ্রহ করেন। বল হাতে দলের হয়ে সব থেকে বেশি ১০টি উইকেট নেন ভারতীয় তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।