Stuart Broad retirement: সবধরনের ক্রিকেট থেকে অবসরে ঘোষণা করলেন স্টুয়ার্ড ব্রড। এবারের অ্যাশেজের পঞ্চম টেস্ট খেলে অবসর নেবেন ইংরেজের তারকা পেসার। যিনি এবার অ্যাশেজেও দারুণ ছন্দে আছেন। সবমিলিয়ে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬০২।
স্টুয়ার্ট ব্রড। (ছবি সৌজন্যে এএফপি)
ওভালে নাটকীয় দিনের শেষটা আরও নাটকীয় করে তুললেন স্টুয়ার্ট ব্রড। পঞ্চম অ্য়াশেজ টেস্টের তৃতীয় দিনের শেষে ব্রড জানিয়ে দিলেন যে এটাই তাঁর শেষ টেস্ট হতে চলেছে। ওভালের টেস্ট মিটলেই সবধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জানিয়ে দেন ৩৭ বছরের ব্রড। যিনি আপাতত ৬০২টি উইকেট নিয়ে টেস্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার পাঁচ নম্বরে আছেন। যে উইকেটের সংখ্যাটা আরও বাড়ানোর শেষ সুযোগ পাবেন। রবিবার এবং সোমবার (যদি সেদিন ম্যাচ গড়ায়) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবারের মতো বল হাতে নামবেন তারকা ইংরেজ পেসার। যিনি বুঝিয়ে দিলেন যে জেমস অ্যান্ডারসনের মতো পরিণতি চান না। বরং তুখোড় ফর্মে থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় জানাতে চান। আর সেটাই করছেন।
শনিবার ওভালে তৃতীয় দিনের খেলার শেষে অ্যাশেজের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টসে ব্রড বলেন, ‘আগামিকাল (রবিবার) বা সোমবার আমার ক্রিকেট কেরিয়ারের শেষদিন হতে চলেছে। এই যাত্রাটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার (ব্রডের কাউন্টি ক্লাব) এবং ইংল্যান্ডের ব্যাজ পরে মাঠে নামতে পারায় অত্যন্ত গর্বিত বোধ করছি। আমার কেরিয়ারে আমি যতটা ক্রিকেটকে উপভোগ করেছি, এখনও সেরকম করছি। এই দুর্দান্ত সিরিজের অংশ হতে পেরেও ভালো লাগছে। আমি সবসময় শীর্ষে থেকে অবসর নিতে চেয়েছিলাম। এই সিরিজটা অত্যন্ত উপভোগ্য সিরিজ হয়েছে।’
কিন্তু কবে অবসরের সিদ্ধান্ত নিলেন? ব্রড জানান, শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে সেই সিদ্ধান্ত নেন। অবসরের বিষয়টা নিয়ে বেশ কিছু সময় ধরে ভাবছিলেন। তিনি বরাবরই চেয়েছিলেন যে কোনও অ্যাশেজ সিরিজে খেলেই অবসর নেবেন। আর ঠিক সেটাই করেছেন। যে বিষয়টা সর্বপ্রথম ইংল্যান্ডের টেস্টে অধিনায়ক বেন স্টোকসকে জানান। তারপর শনিবার সকালে দলের বাকি সদস্যদের নিজের অবসরের কথা ঘোষণা করেন ব্রড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।