উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে প্রায় দু'কোটি টাকা দর উঠল হরমনপ্রীত কৌরের। তবে ডেপুটি স্মৃতি মন্ধানার প্রায় অর্ধেক দাম পেয়েছেন ভারতীয় অধিনায়ক। এমনকী হরমনের থেকে বেশি টাকা পেয়েছেন দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষরাও। যে বিষয়টা দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। কারণ হরমনকে ভারতীয় অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মনে করা হয়। বেধড়ক মেরেও খেলতে পারেন।
সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WPL Auction 2023) ১.৮ কোটি টাকায় হরমনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বেসপ্রাইজ ৫০ লাখ টাকা ছিল। অর্থাৎ হরমনকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে স্মৃতির জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩.৪ কোটি টাকা খরচ করার পরে হরমনকে ১.৮ কোটি টাকায় আটকে যেতে হওয়ায় অনেকেই হতবাক হয়ে গিয়েছে।
হরমনের থেকে ভারতীয় দলের কোন খেলোয়াড়রা বেশি টাকা পেলেন?
- স্মৃতি মন্ধানা: এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড়ের মুকুট আছে স্মৃতির কাছে। তাঁকে ৩.৪ কোটি টাকায় নিয়েছে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা।
- দীপ্তি শর্মা: ভারতীয় দলের অলরাউন্ডারের বেসপ্রাইজ ৫০ লাখ টাকা ধার্য করা হয়েছিল। ২.৬ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারির্স।
- জেমিমা রদ্রিগেজ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের সেরার বেসপ্রাইজ ৫০ লাখ টাকা ছিল। দিল্লি ক্যাপিটালস নিয়েছে ২.২ কোটি টাকায়।
- শেফালি বর্মা: বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা। ২ কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: WPL 2023 Auction Live Updates - মন্ধনার সঙ্গে RCB-তে যোগ দিলেন বাংলার রিচা ঘোষ, কতা টাকায়?
- পূজা বস্ত্রকার: ১.৯ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় অল-রাউন্ডারের বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা।
- রিচা ঘোষ: রিচার জন্য যে নিলামে প্রচুর টাকা খরচ করা হবে, তা বোঝাই যাচ্ছিল। শেষপর্যন্ত ১.৯ কোটি টাকায় শিলিগুড়ির মেয়েকে দলে নিয়েছে আরসিবি। ভারতীয় তারকা উইকেটকিপারের বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।