বাংলা নিউজ > ময়দান > ও কবে শিখবে? কিছুদিন আগেই ছেলের উপর ক্ষুব্ধ ছিলেন শুভমনের বাবা
পরবর্তী খবর
ও কবে শিখবে? কিছুদিন আগেই ছেলের উপর ক্ষুব্ধ ছিলেন শুভমনের বাবা
2 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2023, 08:36 AM ISTSanjib Halder
পঞ্জাবের ব্যাটসম্যান গুরকিরাত সিং মান প্রকাশ করেছেন যে শুভমন গিলের বাবা শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করার পরে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ১১৬ (৯৭) আউট হওয়ার পরে যে গিলের বাবা খুশি ছিলেন না সেটি জানান গুরকিরাত।
ছেলের দ্বি-শতরানের পরে কী বললেন শুভমনের মা-বাবা?
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি কর ফেলেছেন মোহালির ছেলে শুভমন গিল। তিনি ১৪৯ বলে ২০৮ রান করে ওডিআই ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। তাঁর এই সাফল্যে খুশি তাঁর পরিবার। তবে এমন দিনে শুভমন গিলের বাবার প্রসঙ্গে মজার গল্প বলেছেন পঞ্জাবের ব্যাটসম্যান গুরকিরাত সিং মান প্রকাশ করেছেন যে শুভমন গিলের বাবা শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করার পরে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ১১৬ (৯৭) আউট হওয়ার পরে যে গিলের বাবা খুশি ছিলেন না সেটি জানান গুরকিরাত। তবে তাঁর ছেলে যে বড় কিছু করবে তার আশা ছিল গিলের বাবার আর সেটাই জানালেন পঞ্জাবের ব্যাটসম্যান গুরকিরাত সিং মান। তিনি বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে আউট হওয়ার পরে গিলের বাবা তাঁকে বলেন, ‘তুমি দেখছ সে কীভাবে আউট হচ্ছে। সেঞ্চুরি করার পরও তাঁর কাছে ডাবল সেঞ্চুরি করার যথেষ্ট সময় ছিল। ও কবে যে শিখবে?’ গুরকিরাত বলেছেন। ‘আমি আশা করি গিলের বাবা আজ সন্তুষ্ট হবেন।’
শুভমন গিলের বাবা লখবিন্দর গিল বলেছেন যে তিনি তাঁর ছেলের এমন পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুভমন গিলের বাবা বলেন, ‘এখন মনে হচ্ছে যে স্বপ্নের জন্য তিনি ফাজিলকা থেকে মোহালিতে এসেছিলেন সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সেঞ্চুরি আমাকে আশা দিয়েছে যে ছেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ভালো করবে।’ শুভমন গিলের ডাবল সেঞ্চুরির পর বাবার ফোন বারবার বেজে উঠছিল, ফোনের রিং থামার নামই নিচ্ছিল না। গ্রাম থেকে পরিবার, বন্ধুবান্ধব ও পরিচিতজনের কাছ থেকে ফোনে শুভেচ্ছা আসছে।
এই বিশেষ মুহূর্তে শুভমন গিলের মা কিরাত গিল বলেছিলেন যে তাঁর ছেলের সেঞ্চুরি করার আগে থেকেই তাঁর বিবেক থেকে আওয়াজ আসতে শুরু করেছিল যে আজ বড় কিছু হতে চলেছে। দেড়শোর অঙ্ক পার হতেই ছেলের কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশা বেড়ে গিয়েছিল পরিবারের। এভাবেই ঘটল এবং ছেলে ডাবল সেঞ্চুরি করলেন। গিলের মা বলেন, ‘আজ ছেলে আমাকে এত আনন্দ দিয়েছে যে ভাষায় বর্ণনা করা কঠিন। চারদিক থেকে অভিনন্দনের ঝড় বইছে। এখন আমি গুরুদ্বারে যাব এবং ওয়াহেগুরুকে ধন্যবাদ জানাব।’
এই ম্যাচে একসঙ্গে অনেক রেকর্ড গড়েছেন শুভমন গিল। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হয়েছেন শুভমন গিল। ২৩ বছর বয়সে তিনি এই কীর্তি করেছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল ইশান কিষাণের নামে ছিল। যিনি ২৪ বছর বয়সে বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ভারতের হয়ে ওডিআই ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রান করার পর ৫০তম ওভারে তিনি আউট হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।