শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ক্রীড়াবিদদের এক ভার্চুয়াল আড্ডার ব্যবস্থা করা হয়েছিল। অলিম্পিক্সের আগে ক্রীড়াবিদদের মোটিভেট করতেই এহেন উদ্যোগ নিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার নয়, এর আগেও অতীতে বহুবার ক্রীড়াবিদদের সঙ্গে বিভিন্ন সময় আলাপ আড্ডা করেছেন প্রধানমন্ত্রী। রমরমিয়ে চলছে টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্প। গতবার অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদরা ইতিহাস লিখেছিলেন। গেমসের ইতিহাসে এক সংস্করণে ভারতের সর্বোচ্চ ৭টি পদক আসে। নীরজ চোপড়া, মিরাবাই চানুরা পদক জিতে গৌরবান্বিত করেছিলেন দেশকে। তাঁদেরই উদ্বুদ্ধ করতে অলিম্পিক্সের আগে এই আড্ডার আয়োজন করা হয়। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর রোহিতদের পাশে দাঁড়িয়েছিলেন, সেদিনে তাঁর পাশে থাকার দাম টি২০ বিশ্বকাপ জিতে দিয়েছেন বিরাট কোহলিরা।
আরও পড়ুন-জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটারের দৌড়ে রোহিত-বুমরাহর সঙ্গে আফগান গুরবাজ!ভোট দিন আপনিও
একদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিও করেছিলেন তিনি। জমা করে রোহিত শর্মাকে দিয়ে ছিলেন উপদেশ। আবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের তকমা পাওয়া জসপ্রীত বুমরাহর পুত্রকে নিয়েও ছবি তুলেছিলেন নমো। এবার অলিম্পিক্সে ভারতের সব থেকে সম্ভাবনাময় তারকা নীরজ চোপড়ার সঙ্গে কথা বলে গিয়ে তাঁর মায়ের হাতে চুরমা খেতে চাইলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-সামাইরার পর বিশ্বকাপ ট্রফি যেন দ্বিতীয় সন্তান রোহিতের! কীভাবে আগলে রাখলেন দেখুন!
অলিম্পিক গেমসে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে গতবার প্রথম ক্রীড়াবিদ হিসেবে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ চোপড়া। তারকা জ্যাভলিন থ্রোয়ার এবারেও ভারতের পদক জয়ের বড় দাবিদার। তাঁর সঙ্গে কথা বলতে গিয়েই নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘আমার চুরমা কিন্তু এখনও আসেনি ’। এরপর নীরজ চোপড়া বলেন, ‘স্যার, এর আগের বার দিল্লির চিনির চুরমা খেয়েছিলেন, এবার হরিয়ানার চুরমা খাওয়াবো’ । এরপর মজা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার ছেলের উদ্দেশ্য বলেন, ‘আমি তোমার মায়ের হাতে চুরমা খাব ’ ।
আরও পড়ুন-রেফারির সিদ্ধান্ত প্রতিবাদ করতে পারবেন শুধুই অধিনায়ক! নতুন নিয়ম লাগু এআইএফএফের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবার লোকসভায় জেতার পরেও মায়ের আশীর্বাদ নিতে পারেননি, চোখের জলেই জানিয়েছিলেন এটা তাঁর কাছে কতটা কষ্টের। ফলে মায়ের প্রতি আলাদা একটা আবেগ তাঁর আরও বেশি যে কাজ করেছে এক্ষেত্রে তা বলাই বাহুল্য। যদিও নীরজ চোপড়ার মুখে হরিয়ানার চুরমা খাওয়ানোর আশ্বাসবাণী শুনে ভারতীয়রা আশা দেখতেই পারেন, তাহলে হয়ত এবারও একটা পদক নিশ্চিত জ্যাভলিন থ্রো ইভেন্টের নীরজের থেকে। চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স, তাঁর আগেই ছিল এই সাক্ষাৎ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।