
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
২০২৪ প্যারিস অলিম্পিক্সের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন বক্সাররা। শরীর পুরুষদের মতো হওয়া সত্ত্বেও তাঁকে মহিলাদের বিভাগে খেলতে দেওয়ার জন্য অলিম্পিক্সের আয়োজকদের একহাত নিয়েছিলেন অ্যাঞ্জেলা ক্যারিনি, এরপর অবশ্য শাস্তি এড়াতে বাধ্য হয়েই তিনি অলিম্পিক্স কমিটির কোপ এড়াতে ইমানের বিষয়টিতে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।
যদিও ততক্ষণে তিনি যা করার করে দিয়েছিলেন, কারণ রিংয়ে মাত্র ৪৬ সেকন্ড থাকার পর ম্যাচ শেষ না করেই বেড়িয়ে যান। বলেছিলেন, ইমানের একটা পাঞ্চ খাওয়ার পরই প্রাণ বাঁচানোর জন্য তাঁকে রিং ছাড়তে হয়েছে। এবার সেই বিতর্কেই মুখ খুললেন মহিলাদের বক্সিংয়ে এই ইভেন্টে সোনার পদক জেতা আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ। শুক্রবারই মহিলাদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ে চিনের ইয়াং লিউকে হারিয়ে সোনা জেতেন আলজেরিয়ার বক্সর।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট দলে সুখবর! চোট কাটিয়ে আগামী মাসেই বাংলাদেশ সিরিজে ফিরছেন শামি…
তিনি আলজেরিয়ার প্রথম মহিলা যিনি অলিম্পিক্সে সোনার পদক জিতলেন। আর দেশের হয়ে সোনা জেতার পরই এতদিন ধরে চলা বিতর্ক নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ইমানে খেলিফ। তাঁর মধ্যে পুরুষদের জিনগত বৈশিষ্ট থাকা নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি। ২০২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় তাঁর নমুনায় ধরা পড়ে মহিলাদের সঙ্গে জিনগত পার্থক্য রয়েছে তাঁর। আইবিএ এরপর তাঁকে নিষিদ্ধ করলেও অলিম্পিক্স কমিটি তাঁকে মহিলাদের বিভাগেই খেলার ছাড়পত্র দেয় প্যারিসে, আর সেখানে এসেই তিনি সোনা জেতায় স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই ইমানে খেলিফ মহিলাদের থেকে আলাদা?
আরও পড়ুন-‘তুমি সত্যি স্পেশাল! সর্বকালের সেরা ভারতীয় ক্রীড়াবিদ!’ নীরজকে নিয়ে বার্তা সিন্ধুর
এই নিয়ে আলজেরিয়ার ২৫ বছর বয়সী সোনাজয়ী বক্সার ইমানে খেলিফ বলেন, ‘আমিও আর পাঁচটা মহিলার মতোই একজন মহিলা। আমি জন্মেছি মহিলা হিসেবে, বড় হয়েছি মহিলার মতো করেই। কিন্তু অনেক শত্রু আছে আমার, যারা এই সাফল্য সহ্য করতে পারছে না। অবশ্য এটাও আমার সাফল্যের আলাদা একটা স্বাদ এনে দেয়। আমায় নিয়ে সোশাল মিডিয়ায় যেসব কথা বলা হচ্ছে সেগুলো যুক্তিহীন। আমি বিশ্বের বহু মানুষেরই মানসিকতার পরিবর্তন করতে চাই ’।
আরও পড়ুন-ইউরোর পর অলিম্পিক্সে সোনা জয় স্পেনের! ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ বছর পর সোনা জয়…
খেলিফ আরও বলেন, ‘আমি এই সোনার পদক জয়ের মাধ্যমেই সমালোচকদের বার্তা দিতে চাই, সম্মানই আসল কথা। আলজেরিয়ার মহিলারা সাহসিকতার প্রতীক। তাঁদের এখানে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসাই গোটা বিশ্বকে জানান দিচ্ছে, যে সব কিছুর ওপরে সম্মানই হচ্ছে শেষ কথা ’ ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus