
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
#parisparalympics #navdeepsingh #bhangradance প্যারিসে প্যারালিম্পিক্সে সোনা জিতেছেন তিনি। জীবনটা বদলে গিয়েছে নভদীপ সিং-এর। আজকাল প্রায়ই চর্চায় উঠে আসেন তিনি। প্রসঙ্গত, প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিনে এফ-৪১ ক্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং। এটাই তাঁর ব্যক্তিগত রেকর্ড। আর ৪৭.৬৪ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন ইরানের বেইত সাইয়া সাদেঘ। ইভেন্ট শেষ হওয়ার পরই তৈরি হয় বিতর্ক। কিছুক্ষণের মধ্যে সংগঠকদের পক্ষ থেকে ইরানের জ্যাভলিন থ্রোয়ারকে ‘ডিসকোয়ালিফায়েড’ বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই নবদীপের রুপোর পদক বদলে যায় সোনার পদকে। সম্প্রতি সল্টলেকের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। জমিয়ে ভাংড়া নাচতে দেখা গেল তাঁকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports