নীরাজ চোপড়াকে হারিয়ে অলিম্পিকে সোনা জেতার পরে পাকিস্তান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সবকে ‘ভুয়ো প্রতিশ্রুতি’ বললেন পাকিস্তানের সোনার পদক জয়ী অ্যাথলিট আরশাদ নাদিম। পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন আরশাদ নাদিম।
প্যারিস অলিম্পিকে ভারতের নীরাজ চোপড়াকে হারিয়ে পাকিস্তানের হয়ে ইতিহাস গড়া অ্যাথলেট আরশাদ নাদিম এবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, সোনা জয়ের পর সরকারের তরফ থেকে তাঁর জন্য যে পুরস্কার ও প্লট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই ছিল ভুয়ো।
নাদিম বলেন, ‘আমার জন্য যেসব পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে প্লট দেওয়ার প্রতিশ্রুতিগুলো ছিল ভুয়ো – আমি একটিও পাইনি। তবে আর্থিক পুরস্কারের সমস্তটাই আমি পেয়েছি।’ এই মন্তব্য করেন তিনি পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে।
উল্লেখ্য, আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক্স জ্যাভলিন থ্রো ইভেন্টে ৯২.৯৭ মিটার দুর্দান্ত ছুঁড়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন। এর মাধ্যমে তিনি ডেনমার্কের আন্দ্রেয়াস থর্কিল্ডসনের ২০০৮ সালের বেইজিং অলিম্পিক রেকর্ড ভেঙে দেন। ভারতের নীরাজ চোপড়া ওই ইভেন্টে ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো জিতেছিলেন।
এদিকে, সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন আরশাদ নাদিম। সেই চোটের চিকিৎসা করাতে এবং আগাম প্রস্তুতির জন্য তিনি সোমবার ইংল্যান্ড যাচ্ছেন। ১৬ অগস্ট পোল্যান্ডের সিলেসিয়ায় অনুষ্ঠেয় ডায়মন্ড লিগ মিটিংয়ে তাঁর ফের মুখোমুখি হওয়ার কথা ভারতের নীরাজ চোপড়ার সঙ্গে।
২০২৪ সালের ৮ অগস্ট প্যারিস অলিম্পিক্সেই শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা জ্যাভলিন থ্রোয়ার। সেবার নাদিম ঐতিহাসিক থ্রো করে সোনা জিতেছিলেন, আর নীরাজকে ফিরতে হয়েছিল রুপো নিয়ে।
এই বছরের মে মাসে দোহার ডায়মন্ড লিগে নীরাজ চোপড়া প্রথমবার ৯০ মিটার অতিক্রম করে নজির গড়েন। ফলে সিলেসিয়ার আসন্ন ম্যাচটি অলিম্পিক সোনাজয়ী ও বিশ্বচ্যাম্পিয়নের মধ্যেকার এক দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হতে চলেছে।
নীরাজ চোপড়া ইতিমধ্যেই ২০২৫ সালে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে চারটি ডায়মন্ড লিগ মিটিং, চোরজোভ (পোল্যান্ড), ওস্ট্রাভা (চেক প্রজাতন্ত্র), ও ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত inaugural NC Classic – যেটি তিনি জিতেছিলেন।
অন্যদিকে, ২৮ বছর বয়সি আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক সোনা জেতার পর ২০২৫ সালে এখন পর্যন্ত মাত্র একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন – ৩১ মে দক্ষিণ কোরিয়ার গুমি-তে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেখানে তিনি ৮৬.৪০ মিটার থ্রো করে সোনা জেতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।