বলিউড র্যাপার বাদশা বরাবরই খবরের শিরোনামে থাকেন। তাঁর কাজের মতো, তাঁর স্টাইল সেন্সও চর্চায়। আর এবার প্যারিস মেনস ফ্যাশন উইকে ঝড় তুললেন এই র্যাপার।
প্যারিস মেনস ফ্যাশন উইক লাক্সারি স্প্রিং-সামার ২০২৬-এর র্যাম্পে প্রথমবারের মতো হাঁটেন বাদশা। আর সেখানে এসে, নিজের পোশাকের পাশাপাশি, বিলাসবহুল অ্যাকসেসরিজের জন্যও খবরের শিরোনামে এলেন বাদশা। যেগুলোর দাম শুনে আপনার চোখ উঠতে পারে কপালে।
প্যারিস ফ্যাশন উইকে বাদশা ৫০ লক্ষ টাকার হিরে খচিত মেবাচ সানগ্লাস পরেছিলেন। ঘড়ির দামের কথা বললে র্যাপারের কব্জিতে ছিল অডেমার্স পিগুয়েট ক্যাসকেড রয়্যাল ওক লিমিটেড এডিশন ঘড়ি। আর ঘড়িটির দাম ২ কোটি টাকা। এই ঘড়িটি তার বিশেষ ডিজাইনের জন্য সারা বিশ্বে বিখ্যাত। শুধু তাই নয়, বিশ্বব্যাপী মাত্র দশটি ঘড়িই রয়েছে।

হানি সিংয়ের সঙ্গে জুটি-তে হিট হওয়া বাদশার এই লুক সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজের ঘড়ি ও সানগ্লাসের দাম শুনে স্বাভাবিকভাবে অবাক সকলেই।
বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং। তিনি তার কর্মজীবনে হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি এবং হরিয়ানভি ভাষায় গান গেয়েছেন। বাদশা তাঁর কেরিয়ারে এ পর্যন্ত অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন। একই সঙ্গে ইন্ডাস্ট্রির শুরুর দিকে তাঁর ও হানি সিংয়ের জুটি বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু পরে পারস্পরিক মতপার্থক্যের কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বাদশাকে প্রথমবার গত বছর দেখা যায় ইন্ডিয়ান আইডল ১৫-এর বিচারক হিসেবে। যদিও প্রথমদিকে সমালোচিত হয়েছিলেন, ট্রোলও হন, গানের বিচারের এত বড় দায়িত্ব হাতে পেয়ে। যদিও গোটা সিজনে, দর্শক থেকে প্রতিযোগী, সবার মনে জায়গা করে নেন বাদশা। এমনকী, তাঁর সঙ্গে শ্রেয়া ঘোষালের রসায়নও কেড়ে নেয় মন।