বাংলা নিউজ > ময়দান > MPL 2023: বড় রানের ইনিংস গড়েও বরাত জোরে জয় রাহুল ত্রিপাঠীদের, বোলিংয়ে নয়, ব্যাট হাতে চমক হাঙ্গার্গেকরের
পরবর্তী খবর
MPL 2023: বড় রানের ইনিংস গড়েও বরাত জোরে জয় রাহুল ত্রিপাঠীদের, বোলিংয়ে নয়, ব্যাট হাতে চমক হাঙ্গার্গেকরের
1 মিনিটে পড়ুন Updated: 17 Jun 2023, 12:38 AM ISTAbhisake Koley
Maharashtra Premier League: দল জিতলেও ব্যাট হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরতে পারেননি রাহুল ত্রিপাঠী।
মহারাষ্ট্র প্রিমিয়র লিগে দাপুটে জয় নাসিকের। ছবি- টুইটার।
জয় দিয়ে মহারাষ্ট্র প্রিমিয়র লিগ অভিযান শুরু করল রাহুল ত্রিপাঠীর ঈগল নাসিক টাইটানস। লিগের দ্বিতীয় ম্যাচে ছত্রপতি সম্ভাজি কিংসকে ভিজেডি নিয়মে ৪ রানে হারিয়ে দেয় তারা।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাসিক। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দলকে শক্ত ভিতে বসিয়ে দেন দুই ওপেনার হার্ষাদ খাদিওয়ালে ও আর্শিন কুলকার্নি। হার্ষাদ ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৩ রান করে আউট হন। কুলকার্নি ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে মাঠ ছাড়েন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠী ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করে আউট হন। শেষবেলায় ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ধনরাজ শিন্ডে। কৌশল তাম্বে করেন ১৪ বলে ২১ রান। তিনি ২টি চার মারেন। সিদ্ধেশ বীর ৭ ও মান্দার ভাণ্ডারি ৮ রান করে সাজঘরে ফেরেন।
পালটা ব্যাট করতে নেমে সম্ভাজি কিংস ১৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫২ রান তোলে। ম্যাচের গতিতে প্রকৃতি বাধ সাধলে ফলাফল নির্ধারিত হয় ভিজেডি মেথডে। দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন ওপেনার সৌরভ নাওয়ালে। ২৪ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ২১ বলে ৩৫ রান করেন অপর ওপেনার মুর্তাজা। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।