শুভব্রত মুখার্জি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে পদকের আশা যাদের উপর ছিল তাদের অন্যতম জ্যোৎস্না চিনাপ্পা।তবে জিমন্যাসটিক্সে প্রণতি নায়েকের মতন তিনিও এদিন হতাশ করলেন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের স্কোয়াশের মহিলা সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন চিনাপ্পা। ফলে ভারতের আরও একটি পদক জয়ের আশা শেষ হয়ে গেল। সোমবার কানাডার হোলি নটনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকেই বিদায় নিলেন চিনাপ্পা।
আরও পড়ুন: ক্লিন-জার্কে ৩ বারই ভারোত্তোলনে ব্যর্থ সোনাজয়ী, শেষে লিফট করেও ফেললেন সময়ের আগে
এদিন একেবারেই অফ ফর্মে ছিলেন চিনাপ্পা। নিজের সেরাটা একেবারেই তুলে ধরতে পারেননি তিনি। ফলস্বরূপ তাকে হারতে হল হোলির কাছে। খেলার ফল তার বিরুদ্ধে ৯-১১, ৫-১১ এবং ১৩-১৫। এদিন ২৭ বছর বয়সি হোলির বিরুদ্ধে ১৮ বারের জাতীয় চ্যাম্পিয়ন চিনাপ্পা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ গেমে লড়াই করলেও ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ফলে ম্যাচে আর কামব্যাক করতে পারেননি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।