দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পরে দলে ফিরেছেন ভারতের এই পেস বোলার। এবার উনাদকাটের ফিরে আসা নিয়ে বড়সড় বক্তব্য দিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ভারতীয় দলের ডিকে বলেছিলেন যে উনাদকাট বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ নাও পেতে পারেন।
দীনেশ কার্তিকের কথায় হতাশ হবেন জয়দেব উনাদকাট
১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ। একই সময়ে, এই সিরিজে, সৌরাষ্ট্রের অভিজ্ঞ ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকে জায়গা দেওয়া হয়েছে। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পরে দলে ফিরেছেন ভারতের এই পেস বোলার। এবার উনাদকাটের ফিরে আসা নিয়ে বড়সড় বক্তব্য দিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ভারতীয় দলের ডিকে বলেছিলেন যে উনাদকাট বাংলাদেশের বিরুদ্ধে একাদশে সুযোগ নাও পেতে পারেন।
ক্রিকবাজের সাথে আলাপকালে দীনেশ কার্তিক বলেন, ‘সুযোগ পাওয়ার পরও উনাদকাট দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে একাদশে সুযোগ নাও পেতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে জসপ্রীত বুমরাহ ফিরলে জয়দেব উনাদকাটকে দল শীঘ্রই ছেড়ে দিতে পারে। আমার মতে, উনাদকাট এই সিরিজে খেলার সুযোগ পাবেন না। উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর সেখানে থাকলেও তাদের সুযোগ পাওয়া কিছুটা কঠিন বলে মনে হচ্ছে। আশা করা হচ্ছে তাঁকে না খেলেই এই সিরিজ শেষ হবে। কিন্তু আমার মতে এটা সঠিক। যদিও দলে যোগ দেওয়াটাও একটা বড় ব্যাপার এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে যখন বুমরাহ ও শামি ফিরবেন, তখন হয়তো দলে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।