ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার পথে যশস্বী জসওয়াল আইপিএলের ইতিহাসের সর্বকালীন এক রেকর্ড ভেঙে দেন। তিনি মাত্র ১৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এত কম বলে ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি আর কোনও ব্যাটসম্যান।
এর আগে আইপিএলে সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড ছিল লোকেশ রাহুলের। তিনি ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এবার থেকে আইপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড লেখা থাকবে জসওয়ালের নামে।
উল্লেখযোগ্য বিষয় হল, যশস্বীর সামনে অপেক্ষা করছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে আরও একটি সর্বকালীন রেকর্ড। ১৫ বছর আগে আইপিএলের উদ্বোধনী মরশুমের সেই রেকর্ড এতদিন অক্ষত রয়েছে। অবশেষে ১৬তম মরশুমে নতুন করে লেখা হতে পারে ইতিহাস।
আসলে ঘরোয়া ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের একটি মরশুমে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন যশস্বী। তার জন্য জসওয়ালের দরকার মাত্র ৪২ রান। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি না হওয়া যশস্বী চলতি আইপিএল মরশুমের ১২টি ম্যাচে মাঠে নেমে ইতিমধ্যেই ৫৭৫ রান সংগ্রহ করেছেন।
আইপিএলে একটি মরশুমে কোনও আনক্যাপড ক্রিকেটারের সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার শন মার্শের নামে। তিনি ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১১টি ইনিংসে ব্যাট করে ৬১৬ রান সংগ্রহ করেন। সুতরাং, মার্শের দেড় দশক আগের রেকর্ড ভাঙা জসওয়ালের কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হল, মার্শ ২০০৮ সালে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জেতেন। যশস্বীও এবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। তিনি আপাতত এই নিরিখে ফ্যাফ ডু'প্লেসির (৫৭৬) পিছনে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
২০০৮ সালে আইপিএলের ঠিক পরেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে অভিষেক হয় শন মার্শের। এখন দেখার যে, চলতি আইপিএলের পরে যশস্বীর ভাগ্যে জাতীয় দলের শিকে ছেঁড়ে কিনা। যদিও এখন থেকেই যস্বীকে টিম ইন্ডিয়ার সুযোগ করে দেওয়ার দাবি উঠছে ভারতীয় ক্রিকেটমহলে।
আইপিএলের একটি মরশুমে আনক্যাপড ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রানের নিরিখে যশস্বী ইতিমধ্যেই টপকে গিয়েছেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবকে। ইশান ২০২০ সালে ৫১৬ ও সূর্যকুমার ২০১৮ সালে ৫১২ রান করেন।
আইপিএলের একটি মরশুমে কোনও আনক্যাপড ঘরোয়া ক্রিকেটারের করা সর্বোচ্চ রান:-
১. শন মার্শ- ৬১৬ (২০০৮)
২. যশস্বী জসওয়াল- এখনও পর্যন্ত ৫৭৫ (২০২৩)
৩. ইশান কিষাণ- ৫১৬ (২০২০)
৪. সূর্যকুমার যাদব- ৫১২ (২০১৮)
৫. সূর্যকুমার যাদব- ৪৮০ (২০২০)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।