সম্প্রতি বাংলাদেশের সেরা অল রাউন্ডার শাকিব আল হাসান সর্বকালের সেরা আইপিএল দল বেছে নিয়েছেন। অবাক হওয়ার মতো কাণ্ড, সেই দলে জায়গা হল না ক্রিস গেইল এবং এবি ডি'ভিলিয়ার্সের।
৩৪ বছরের অল রাউন্ডার ওপেনার হিসেবে দলে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নারকে। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি, চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি, পঞ্জাব কিংসের কেএল রাহুলকে মিডল অর্ডারে রেখেছেন শাকিব। ধোনিকেই দলের অধিনায়ক এবং উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার।

রাজস্থান রয়্যালসের বেন স্টোকস এবং সিএসকে-র রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে দলে রেখেছেন শাকিব। তবে এই দলে আলাদা করে কোনও ফ্রন্টলাইন স্পিনারকে রাখেননি শাকিব। তিন জন পেসারের মধ্যে তিনি লাসিথ মালিঙ্গা, জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে দলে রেখেছেন।
তবে তিনি আইপিএলের অন্যতম সফল দুই ব্যাটসম্যানকে কেন দলে রাখেননি, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি তাঁর দলে ডেভিড ওয়ার্নার এবং বেন স্টোকস, লাসিথ মালিঙ্গা ছাড়া বাকি প্লেয়াররা ভারতীয়। নিজেকেও তিনি এই দলে রাখেননি শাকিব আল হাসান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।