Indian Premier league: চোটের জন্য গত মরশুমে ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি তারকা উইকেটকিপার। ভাগ্য বিরূপ হওয়ায় টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়া হয়নি তাঁর।
জনি বেয়ারস্টো। ছবি- পঞ্জাব কিংস।
চোট পেয়ে ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন উইল জ্যাকস, কাইল জেমিসনের মতো বিদেশি তারকারা। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগে খেলতে দেখা যাবে না জনি বেয়ারস্টোকে, এমনটাই খবর The Guardian-এর।
গত বছর গলফ খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন জনি বেয়ারস্টো। পায়ে গুরুতর চোট পান তিনি। পায়ের একাধিক হাড় ভাঙে। মোচড় লাগে গোড়ালিতে। ছিঁড়ে যায় লিগামেন্ট। সফল অস্ত্রোপচারে বেয়ারস্টোর পায়ে ধাতব পাত বসানো হয়।
চোটের জন্য গোটা মরশুমেই ইংল্যান্ডের হয়ে মাঠে নামতে পারেননি বেয়ারস্টো। মাঠে নামা হয়নি টি-২০ বিশ্বকাপে। আপাতত চোট সারিয়ে ব্যাট হাতে নিয়েছেন তিনি। নেটে অনুশীলন শুরু করলেও অ্যাসেজের প্রস্তুতির কথা মাথায় রেখেই জনি আইপিএল থেকে সরে দাঁড়াবেন বলে রিপোর্ট ব্রিটিশ সংবাদমাধ্যমের। যদিও এখনও আইপিএলের তরফে বা পঞ্জাব কিংসের তরফে বেয়ারস্টোর খেলা না খেলা নিয়ে সরকারিভাবে কোনও আপডেট দেওয়া হয়নি।
এবছর আইপিএল শুরু হবে ৩১ মার্চ। ব্যাট হাতে নিলেও এত তাড়াতাড়ি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মতো অবস্থায় রয়েছেন কিনা বেয়ারস্টো, তা নিয়ে সংশয় থেকেই যায়। তাছাড়া জনি অ্যাসেজের আগে ইয়র্কশায়ারের হয়ে মাঠে ফেরার কথা ভাবছেন।
ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্য়াকালাম নির্দিষ্ট কোনও দিনক্ষণ উল্লেখ না করলেও ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন যে, সম্পূর্ণ ফিট হলে বেয়ারস্টো জাতীয় দলে ফিরে আসবেন। ক্যাপ্টেন বেন স্টোকসও তাঁকে টেস্ট স্কোয়াডে ফিরে পেয়ে উৎসাহী। তাই অ্যাসেজের মতো বড় সিরিজে ইংল্যান্ড নিশ্চিতভাবেই জনিকে দেখতে চাইবে।
বেয়ারস্টো আইপিএল না খেললে তা পঞ্জাব কিংসের কাছে তা বড়সড় ধাক্কা হবে সন্দেহ নেই। গত মরশুমে ১১টি আইপিএল ম্যাচে মাঠে নেমে জনি ২৩.০০ গড়ে ২৫৩ রান সংগ্রহ করেন। ২টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। বেয়ারস্টোর সব থেকে ভালো আইপিএল মরশুম কাটে ২০১৯ সালে। সেবছর ১০টি ম্যাচ খেলে ৫৫.৬২ গড়ে ৪৪৫ রান সংগ্রহ করেন তিনি। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন সেই মরশুমে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।