1 মিনিটে পড়ুন Updated: 07 May 2023, 08:43 AM ISTTania Roy
মুম্বইকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে আসল সিএসকে। লখনউ নেমে গেল তিনে। মুম্বই অবশ্য ছয়ে থাকলেও ১০ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে চাপে পড়ে গিয়েছে। আরসিবি-কে হারিয়ে দিল্লি ক্যাপিটাল তাদের লাস্টবয়ের তকমা মুছে ফেলে নয়ে উঠে এল। আর দশে নেমে গেল সানরাইজার্স। আরসিবি পাঁচে থাকলেও প্লে-অফের লড়াই কঠিন করে ফেলল।
পয়েন্ট টেবলের নয়ে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
শনিবার ডাবল হেডারের ম্যাচের পর পয়েন্ট টেবলে গুরুত্বপূর্ণ রদবদল হল। এ দিন প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সিএসকে ১৪০ রান তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। আর মুম্বইকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে আসল সিএসকে। লখনউ সুপার জায়ান্টস নেমে গেল তিনে। মুম্বই অবশ্য ছয়ে থাকলেও ১০ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে চাপে পড়ে গিয়েছে।
এ দিনের পরের ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আরসিবি আবার এই ম্যাচ ৭ উইকেটে হেরে বসে থাকে। ১৮২ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি। সেই সঙ্গে তারা লাস্টবয়ের তকমা মুছে নয়ে উঠে এল। এই মুহূর্তে দিল্লি কেকেআর-এর ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। দিল্লির সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকার কারণে নাইটরা রয়েছে লিগ টেবলের আটে। আর দশে নেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবি পাঁচে থেকে গেলেও তারা ১ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে বসে থাকল। সেই সঙ্গে নিজেদের প্লে-অফে ওঠার লড়াইটা কঠিন করল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।