রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত ম্যাচেই গুজরাট টাইটানসের বিরুদ্ধে এ মরশুমের আইপিএলের প্রথম অর্ধশতরানটি আসে কোহলির ব্যাট থেকে। তার পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩০ রান করলেও, একেবারে ছন্দে দেখায়নি বিরাটকে। ৩০ রান করতে কোহলি ৩৩ বল খেলে ফেলেন।
সিএসকের বিরুদ্ধে গোটা ইনিংসেই ছন্দ ফিরে পেতে লড়াই করতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। শেষমেশ মইন আলির ক্লাসিক অফস্পিন বলে ব্যাট-প্যাডের মধ্যেকার ফাঁক দিয়ে বল গলে গিয়ে বোল্ড হন কোহলি। তাঁর দল আরসিবি জিতলেও, কোহলির এই খারাপ ফর্ম নিঃসন্দেহে চিন্তার বিষয়। ঘটনাক্রমে এই নিয়ে ১১তম বার কোহলিকে আউট করলেন মইন আলি। এরপরেই কোহলিকে খোঁচা দিতে ছাড়েনি ইংল্যান্ডের বিখ্যাত সমর্থকগোষ্ঠী বার্মি আর্মি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।