শনিবার ম্যাচের প্রথম ওভারেই লোকেশ রাহুলের উইকেট একেবারে সহজে কোনও বাধা ছাড়াই তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কোনও বলও খেলেননি রাহুল। তাতেও আউট যান তিনি। আসলে প্রথম ওভারের পঞ্চম বলে নন-স্ট্রাইকার লোকেশ রাহুলকে রান-আউট করেন শ্রেয়স আইয়ার। মুহূর্তের ভুলের মাশুল চোকাতে হয় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ককে। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন লজ্জার নজিরও।
কেএল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ওপেনার, যিনি আইপিএলে ডায়মন্ড ডাক করেছেন। এর আগে, লখনউ সুপার জায়ান্টসের মেন্টর এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর ২০১৩ সালে দিল্লির বিরুদ্ধে ডায়মন্ড ডাক করেছিলেন। এর পর লখনউয়ের অধিনায়কও একই লজ্জার নজির গড়ে ফেললেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।