কলকাতা নাইট রাইডার্স হেরেই চলেছে। হারতে হারতে দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে। এই পরিস্থিতিতে কেকেআর কি আদৌ প্লে-অফে উঠতে পারবে? অঙ্কের হিসেবে হয়তো সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবের খাতায় সেই অঙ্কের হিসেবটা খুবই জটিল। কেকেআর-এর এমন হালের আসল কারণগুলি কি জানেন? দেখে নিন: