বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs SRH, IPL 2023: আমি বোলারদের অধিনায়ক- সেঞ্চুরির পরেও শুভমনের নাম উচ্চারণ করলেন না হার্দিক
পরবর্তী খবর
GT vs SRH, IPL 2023: আমি বোলারদের অধিনায়ক- সেঞ্চুরির পরেও শুভমনের নাম উচ্চারণ করলেন না হার্দিক
2 মিনিটে পড়ুন Updated: 16 May 2023, 08:00 AM ISTTania Roy
ম্যাচের পর মাঠে দাঁড়িয়ে টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বোলারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। কিন্তু সেঞ্চুরি করার পরেও, একবারও শুভমন গিলের নাম করলেন না তিনি।
হার্দিক পাণ্ডিয়া।
২০২২ আইপিএলের দাপট বজায় রেখেই এ বারও সবার আগে প্লে-অফে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে তারা শুধু প্লে-অফই নিশ্চিত করেননি, প্রথম দুইয়ের মধ্যে শেষ করাটাও নিশ্চিত করেছে টাইটান্স। এ দিকে এ বারের আইপিএলে প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গেল সানরাইজার্স।
এ দিন প্রথম ইনিংসটা যদি শুভমন গিলের হয়। দ্বিতীয় ইনিংস অবশ্য মহম্মদ শামির। প্রথম ইনিংসে ব্যাট হাতে শুভমনের সেঞ্চুরি, সঙ্গে সাই সুদর্শনের লড়াকু ইনিংসের হাত ধরেই টাইটান্সের স্কোর পৌঁঠে যায় ১৮৮ রানে। আর বল হাতে প্রথমে আগুনে মেজাজে শুরু করেন মহম্মদ শামি। পরে তাঁকে যোগ্য সঙ্গত করেন মোহিত শর্মা।
ম্যাচের পর মাঠে দাঁড়িয়ে টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বোলারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। কিন্তু সেঞ্চুরি করার পরেও, এক বারও শুভমন গিলের নাম করলেন না তিনি। হার্দিক উল্টে বলেন, ‘আমার কাছে বোলাররা আমার হৃদয়ের খুব কাছের। আমি মাঝে মাঝে মনে করি ব্যাটাররা অনেক কৃতিত্ব পায়। ম্যাচ জিততে কিছু ওভার সব সময়েই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি একজন বোলারের অধিনায়ক এবং নিশ্চিত করে বলব, বোলাররা ভালো ভাবে প্রস্তুত এবং সব সময়েই কৃতিত্ব পাবেও।’
প্লে-অফ নিশ্চিত করে উচ্ছ্বসিত হার্দিক বলেছেন, ‘ছেলেদের জন্য আমি খুব গর্বিত। দুইয়ে দুই করে ফেলেছে (অভিষেকের পর দু'বারই প্লে-অউে পৌঁছানো)। গত বছরটা অন্য রকম ছিল। আমরা জানতাম, এই বছর চ্যালেঞ্জ অনেক বেশি হবে। ছেলেরা সব পরিস্থিতিতেই ঝাঁপিয়ে পড়েছে। আমি মনে করি, আমরা সঠিক পথে চলেই প্লে অফে ওঠার সুযোগ পেয়েছি। আমাদের নিয়ে এ বার উচ্চ প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা নিজেদের খেলায় ফোকাস করেছি। আমরা অনেক ভালো ভালো ম্যাচ জিতেছি। আমাদের এই সফরে কিছু ভুলও হয়েছে। কিন্তু আমরা খুবই ধারাবাহিক ছিলাম। এমন কী যখন আমরা হেরেছিলাম, তখন আমরা সহজে হাল ছাড়িনি। কিছু ভুল করেছি। সেটা শুধরে নিজেদের কাজে ফোকাস করেছি, তাই আমরা সাফল্য পেয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।