গুজরাট টাইটানসের কাছে বাজে ভাবে হেরেছে লখনউ সুপার জায়ান্টস। আর সেই বিষয়টি মোটেও হজম করতে পারছেন না লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। ম্যাচের পরে তাই প্লেয়ারদের আসাদা করে ক্লাস নে গম্ভীর। প্লেয়ারদের তিনি বলেন, ‘হেরে যাওয়াতে ক্ষতি নেই, কিন্তু হার মেনে নেওয়াটা খুবই অন্যায়।’
হাতে মাত্র ১৪৪ রানের পুঁজি। তাতেই বাজিমাত গুজরাট টাইটানসের। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে লখনউ সুপার জায়ান্টসকে ১০০-র কমেই বান্ডিল করে দেন হার্দিক পান্ডিয়ারা। বড় ব্যবধানে ম্যাচ জিতে প্রথম দল হিসেবে আইপিএল ২০২২-এর প্লে-অফে জায়গা করে নেয় টাইটানস।
আরও পড়ুন: হার নিয়ে বেশি ভাবব না, তবে ভালো বোলিং-এর বিরুদ্ধে রান করতে হবে- রাহুল
লখনউ সুপার জায়ান্টসের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে গম্ভীরকে ম্যাচের পরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। গম্ভীর বলেন, ‘আমার মনে হয় আমরা আজও লড়াই করিনি। আমাদের দুর্বল লাগছিল। সত্যি কথা বলতে, আইপিএলের মতো টুর্নামেন্টে দুর্বল দেখার সুযোগ নেই। হেরে যাওয়া দোষের কিছু নেই। ম্যাচে একটি দল জিতবে, এক দল হারবে। কিন্তু হাল ছেড়ে দেওয়া খুবই অন্যায়। আজ আমরা এই টুর্নামেন্টে দলগুলিকে পরাজিত করেছি এবং এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।