Delhi Capitals vs Royal Challengers Bangalore IPL 2023: সচিনের সেঞ্চুরির সেঞ্চুরিতে নজর থাকলেও কোহলি আপাতত ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০তম অর্ধশতরান পূর্ণ করেন।
হাফ-সেঞ্চুরি বিরাট কোহলির। ছবি- এপি।
আক্ষরিক অর্থেই রেকর্ডের ছড়াছড়ি কোহলির ব্যাটে। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে আইপিএলের ইতিহাসের সর্বকালীন ২টি নজির গড়েন বিরাট।
প্রথমত, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি। পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে হাফ-সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। অর্থাৎ, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০টি অর্ধশতরান করার নজির গড়েন কোহলি।
শনিবার কোটলায় দিল্লির বিরুদ্ধে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এটি তাঁর ৫০তম অর্ধশরান। ২৩৩টি আইপিএল ম্যাচের ২২৫টি ইনিংসে ব্যাট করতে নেমে এমন কৃতিত্ব অর্জন করেন আরসিবি তারকা।
বিরাটের আগে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫০টি হাফ-সেঞ্চুরির মাইলস্টোন টপকান ডেভিড ওয়ার্নার, যিদি এদিন কোহলির প্রতিপক্ষ দলের কাণ্ডারী হিসেবে মাঠেই উপস্থিত ছিলেন। আরসিবির বিরুদ্ধে ব্যাট করতে নামার আগে পর্যন্ত ১৭১টি ম্যাচের ১৭১টি ইনিংসে ব্যাট করে ওয়ার্নার হাফ-সেঞ্চুরি করেছেন ৫৯টি।
দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করে আউট হন কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে তাঁর সার্বিক রান সংখ্যা দাঁড়ায় ৭০৪৩। ৫০টি হাফ-সেঞ্চুরি ছাড়াও আইপিএলে ৫টি সেঞ্চুরিও করেছেন তিনি। সুতরাং, ২২৫টি আইপিএল ইনিংসের মধ্যে তিনি সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি মিলিয়ে মোট ৫৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন।
বিরাট কোহলির কৃতিত্ব:-১. প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৭০০০ রানের মাইলস্টোন টপকে যান কোহলি।
২. আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৭০৪৩ রানের মালিক কোহলি।
৩. ক্রিস গেইলের (৬) পরে আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ৫টি সেঞ্চুরির মালিক বিরাট।
৪. ডেভিড ওয়ার্নারের (৫৯) পরে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দ্বিতীয় সর্বাধিক ৫০টি হাফ-সেঞ্চুরি করেছেন বিরাট।
৫. সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি মিলিয়ে ওয়ার্নারের (৬৩) পরে আইপিএলে দ্বিতীয় সর্বাধিক ৫৫ বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকেছেন কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।