৮ ম্যাচ খেলার পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পরিবর্তন করা হয়। রবীন্দ্র জাদেজার পরিবর্তে মহেন্দ্র সিং ধোনিকেই ক্যাপ্টেন করে ফের ফিরিয়ে আনা হয়। ধোনির নেতৃত্ব রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছে সিএসকে। সেই সঙ্গে বুড়ো অধিনায়ক হিসেবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে নজির গড়ে ফেললেন মাহিও। ছাপিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে কোনও টি-টোয়েন্টি টিমের নেতৃত্ব দিচ্ছেন মাহি। এই মুহূর্তে তাঁর বয়স ৪০ বছর ২৯৮ দিন। এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে এত বয়সের কোনও ক্রিকেটার খেলেননি। এর আগে এই রেকর্ড ছিল সৌরভের দখলে। ৩৯ বছর ৩১৬ দিন বয়সে সৌরভ পুণের এই স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে ৪০ বছর হয়ে যাওয়ার পর প্রথম প্লেয়ার হিসেবে এই স্টেডিয়ামে নেতৃত্ব দিলেন ধোনি।
আরও পড়ুন: হলুদ জার্সিতে অধিনায়ক ধোনির প্রত্যাবর্তন, ভাঙলেন দ্রাবিড়ের রেকর্ড
আরও পড়ুন: ‘পরের বছর আপনাকে দেখা যাবে?’ IPL 2023-এ খেলা নিয়ে আপডেট দিলেন ধোনি
এ বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুরুটা সত্যিই খুব খারাপ করেছে। যার জেরে রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবং এমএস ধোনিকে আবার চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব তুলে দেওয়া হয়। এবং বৃহত্তর স্বার্থে রাজিও হয়ে যান ধোনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।