এখনও পর্যন্ত ৮টি করে ম্যাচে খেলেছে ২টি দল। সিএসকে জিতেছে ৫টি ম্যাচে। হেরেছে ৩টিতে। ১০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মহেন্দ্র সিং ধোনির টিম। পঞ্জাব আবার জিতেছে ৪টি ম্যাচ, হেরেওছে ৪টিতে। শিখর ধাওয়ানের টিম ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছয়ে রয়েছে।
পঞ্জাব এবং চেন্নাই- দুই টিমই জিততে মরিয়া।
চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস- দুই দলই শেষ ম্যাচ হেরে বসে রয়েছে। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল ধোনির চেন্নাই। অন্যদিকে মোহালিতে পঞ্জাব কিংসও শেষ ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে বড় ব্যবধানে হেরেছিল। রবিবার চিন্নাস্বামীতে দুই দলের ধুন্ধুমার। এ বার চেন্নাইয়ের ডেরায় পঞ্জাব রাজারদের জ্বলে ওঠার অপেক্ষা। সিএসকে-ও হাল ছাড়ার পাত্র নয়।
এখনও পর্যন্ত ৮টি করে ম্যাচে খেলেছে ২টি দল। সিএসকে জিতেছে ৫টি ম্যাচে। হেরেছে ৩টিতে। ১০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে মহেন্দ্র সিং ধোনির টিম। পঞ্জাব আবার জিতেছে ৪টি ম্যাচ, হেরেওছে ৪টিতে। শিখর ধাওয়ানের টিম ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছয়ে রয়েছে।
চিপকে এই মরশুমে প্রচুর রান উঠছে। হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। ধোনি রান নিয়ন্ত্রণের জন্য তাঁর স্পিনারদের উপরেই নির্ভর করবে। এবং পঞ্জাব কিংস গত মরশুম থেকে স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো খেলতে পারছে না। পরিসংখ্যান একেবারেই নিম্নমুখী। স্পিনের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটারদের গড় (২০.০৭) এবং স্ট্রাইক রেট (১১৬.৭৬) সর্বনিম্ন। তাদের দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং লিয়াম লিভিংস্টোন স্পিনের বিরুদ্ধে একেবারেই স্বচ্ছন্দ নন। আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে তাঁদের স্ট্রাইকরেট মাত্র ১২৩-এর কাছাকাছি।
পঞ্জাব কিংসেরও পেস আক্রমণও বেশ ভালো। তবে সিএসকে-এর ঘরের মাঠের উইকেট অবশ্য স্পিনাররা বেশি সুবিধে পাচ্ছেন, পেসাররা কম। তাই পঞ্জাব কিন্তু বোলিং নিয়েও সমস্যায় পড়তে পারেন। তবে শিখর আশা করবেন, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং এবং স্যাম কারানরা তাদের সেরাটা দিয়ে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে ধস নামাতে পারবেন। কারণ পঞ্জাবের স্পিনাররা আহামরি ছন্দে নেই। তাদের প্রধান স্পিনার রাহুল চাহার এই মরশুমে মাত্র দু'টি উইকেট নিয়েছেন এবং তাদের অন্যান্য স্পিন-বোলিং বিকল্পগুলি হল হরপ্রীত ব্রার, সিকান্দার রাজা এবং লিয়াম লিভিংস্টোন।
এ দিকে চেন্নাইয়ের বেন স্টোকস বা দীপক চাহারের মধ্যে কেউই ফিট নন। পঞ্জাবের বিরুদ্ধে সিএসকে দলে খুব একটা পরিবর্তন সম্ভবত করবে না। ইমপ্যাক্ট প্লেয়ার অম্বাতি রায়াডু প্রভাব ফেলতে পারছেন না। তবুও হয়তো একাদশ পরিবর্তনের দিকে ঝুঁকবেন না ক্যাপ্টেন ধোনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।