বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Champion CSK: ফের মন জিতলেন ধোনি, নিজে ট্রফি না নিয়ে সম্মান তুলে দিলেন অবসর নেওয়া আম্বাতির হাতে- ভিডিয়ো
পরবর্তী খবর
IPL 2023 Champion CSK: ফের মন জিতলেন ধোনি, নিজে ট্রফি না নিয়ে সম্মান তুলে দিলেন অবসর নেওয়া আম্বাতির হাতে- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 30 May 2023, 06:10 AM ISTAbhisake Koley
CSK vs GT IPL 2023 Final: চেন্নাই সুপার কিংস পঞ্চমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে মহেন্দ্র সিং ধোনি ট্রফি নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেন আম্বাতি রায়াড়ু ও রবীন্দ্র জাদেজাকে।
ট্রফি নিতে আম্বাতি ও জাদেজাকে মঞ্চে ডেকে নেন ধোনি। ছবি- বিসিসিআই।
নিজে কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হওয়ার পরে মহেন্দ্র সিং ধোনি স্পষ্ট করে জানালেন না যে, তিনি পরের বছরে আবার ক্রিকেটার হিসেবে ফিরবেন কিনা। শুধু ইঙ্গিত দিয়ে রাখলেন, ফিরলেও ফিরতে পারেন আইপিএল ২০২৪-এ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সাত-আট মাস হাতে সময় রয়েছে বলে অবসরের প্রসঙ্গ ঝুলিয়ে রাখলেন মাহি।
মোদ্দা কথা হল, আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটকে চিরতরে বিদায় জানানোর মুহূর্তটা স্মরণীয় করে রাখার মঞ্চ প্রস্তুত ছিল ধোনির সামনে। তবে ধোনি এখনই সিএসকের জার্সি তুলে রাখার কথা ঘোষণা করেননি। যদিও সতীর্থদের সকলেরই দাবি ছিল যে, তাঁরা এবছর আইপিএলের ট্রফি জিততে চান ক্যাপ্টেন ধোনির জন্য।
ধোনির অবসর নিয়ে জল্পনার মাঝে আম্বাতি রায়াড়ু উপযুক্ত মঞ্চটাকে ব্যবহার করেন যথাযথভাবে। কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েছিলেন আম্বাতি। ফাইনালে ওঠার পরেই খেলা ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। শেষমেশ চ্যাম্পিয়ন হয়ে আইপিএলকে বিদায় জানাতে পারাটা তাঁর কাছে বাড়তি পাওনা সন্দেহ নেই।
ফাইনালের শেষে যারপরনাই খুশি ছিলেন আম্বাতি। ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে নিজের তৃপ্তি লুকিয়ে রাখেননি তিনি। তবে ক্যাপ্টেন ধোনি যে তাঁকে এভাবে ফেয়ারওয়েল দেবেন, সেটা অনুমান করা কারও পক্ষেই সম্ভব ছিল না।
কোনও দ্বি-পাক্ষিক আন্তর্জাতিক সিরিজ জিতলে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়াকে ফটো সেশনে দলের সব থেকে জুনিয়র (নবাগত) ক্রিকেটারের হাতে ট্রফি ধরিয়ে দিতে দেখা যায়। যদিও ট্রফি গ্রহণ করেন ক্যাপ্টেনই। ধোনি সকলকে চমকে দিয়ে আইপিএলের ট্রফিই গ্রহণ করলেন না। চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ার পরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ ট্রফি নিয়ে অপেক্ষা করছিলেন ধোনির জন্য।
ধোনি মঞ্চে আসেন বটে, তবে ট্রফি হাতে নেননি। তিনি মঞ্চে ডেকে নেন কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ খেলা আম্বাতি রায়াড়ুকে, যিনি ব্যাট হাতে দলের জয়ে কার্যকরী অবদান রাখেন। অসবসরের বৃত্তে ঢুকে পড়ার আগে ধোনি আইপিএল ট্রফি হাতে তোলার সম্মান গ্রহণ করতে বলেন আম্বাতিকে। সেই মতো বিনিদের হাত থেকে ট্রফি নেন রায়াড়ু।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।