বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই অপরিবর্তিত টিম, ধারাবাহিকতার আর এক নাম CSK
পরবর্তী খবর
IPL 2023: ১৪ ম্যাচের মধ্যে ৯ বারই অপরিবর্তিত টিম, ধারাবাহিকতার আর এক নাম CSK
1 মিনিটে পড়ুন Updated: 23 May 2023, 08:56 AM ISTTania Roy
২০২৩ আইপিএলের লিগ পর্বে সর্বাধিক বার অপরিবর্তিত দ্বাদশ খেলিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের ১৪টি ম্যাচের মধ্যে ন'টি ম্যাচে একই টিম ধরে রেখেছে সিএসকে। ইতিমধ্যে জিটি আবার একই টিম ধরে রেখেছে চারটি ম্যাচে।
দল অপরিবর্তিত রাখার নজির সিএসকে-র।
প্রায় দু'মাসের কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চারটি দল। গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামছে গুজরাট এবং ও চেন্নাই। তার আগে চেন্নাইয়ের একটি পরিসংখ্যান বেশ নজর কেড়েছে।
২০২৩ আইপিএলের লিগ পর্বে সর্বাধিক বার অপরিবর্তিত দ্বাদশ খেলিয়েছে চেন্নাই সুপার কিংস। তাদের ১৪টি ম্যাচের মধ্যে ন'টি ম্যাচে একই টিম ধরে রেখেছে সিএসকে। ইতিমধ্যে জিটি আবার একই টিম ধরে রেখেছে চারটি ম্যাচে। এ ছাড়া তিনটি ম্যাচে কেকেআর, তিনটিতে পিবিকেএস এবং দু'টিতে আরসিবি একই দল ধরে রেখেছে। অন্য দলগুলো প্রতি ম্যাচেই তাদের টিম পরিবর্তন করেছে। তবে সিএসকে-র আশেপাশে কেউ নেই। সম্ভবত কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেও একই দল ধরে রাখতে চলেছে চেন্নাই।
এ দিকে ২০২২ আইপিএলে প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। সেই ধারাবাহিকতা ধরে রেখে এ বার প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছতে মরিয়া হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড। যদি তারা এ বার ফাইনালে ওঠে, সে ক্ষেত্রে তারাই প্রথম দল হবে, যারা আবির্ভাবেই পরপর দু'বার ফাইনালে উঠবে। গুজরাট তাদের লিগের শেষ ম্যাচেও আরসিবিকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছে। বিশেষ করে শুভমন গিল বিধ্বংসী ফর্ম কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। এ ছাড়াও ব্যাটিংয়ে ছন্দে রয়েছেন বিজয় শঙ্কর, ডেভিড মিলার এবং হার্দিক পাণ্ডিয়া নিজেও। বোলাররাও ছন্দে।
অপর দিকে, ঘরের মাঠে ফের একবার বিজয় পতাকা ওড়াতে তৈরি চেন্নাই সুপার কিংস। বড় ম্যাচে এমএস ধোনির অভিজ্ঞতা ও ক্রিকেটীয় বুদ্ধিই যে এই সিএসকের জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যাটিংয়ে রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবেরা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে রানের মধ্যে রয়েছে। শেষের দিকে ধোনির পুরনো ঝলকের দেখা মিলছে প্রায় সময়েই। টিম হিসেবে দুরন্ত ছন্দে সিএসকে-ও।
তবে এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট। কিন্তু প্লে-অফের ম্যাচে লড়াইটা মোটেও সহজ হবে না। মরশুমের একেবারে শুরুতে চেন্নাই সুপার কিংস সেরা কম্বিনেশন খুঁজে নিতে পারেনি ঠিকই, কিন্তু সময় যত গড়িয়েছে, ততই এক ঝাঁক চোট পাওয়া খেলোয়াড়দের মাঝে সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে তারা। ফলে চিপকে এই ম্যাচটি গুজরাটের কাজ একেবারেই সহজ হবে না। তবে এটাও ঘটনা আইপিএলে এখনও পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে এই দুই দল। সব ক’টি ম্যাচই জিতেছে গুজরাট টাইটান্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।