প্রথমবার আইপিএল ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকে যায় দিল্লি ক্যাপিটালসের। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হলেও দিল্লি কোচ রিকি পন্টিং খুশি দলের সামগ্রিক পারফর্ম্যান্সে। তরুণ শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়েও উচ্ছ্বসিত শোনাল পান্টারকে।
রানার্স হয়ে আইপিএল অভিযান শেষ করার পর পন্টিং বলেন, ‘দলের খেলোয়াড়দের এবং তাদের পারফর্ম্যান্স নিয়ে ভীষণ গর্বিত। টুর্নামেন্টের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড সবথেকে ভালো। ওরা অত্যন্ত ভালো দল। এবার আমাদের চারবার পরাজিত করল ওরা। একজন কোচ হিসেবে ডাগআউটে বসে এটা দেখা হতাশার সন্দেহ নেই। তবে ছেলেরা যেভাবে লড়াই চালিয়েছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমার মনে হয় টুর্নামেন্টে আমাদের স্কোয়াডই সবথেকে তরুণ।’
পরক্ষণেই শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে পন্টিং বলেন, ‘আইয়ার একজন দুরন্ত ক্রিকেটার, একজন অসাধারণ ক্যাপ্টেন এবং একজন প্রকৃত ভালো মানুষ। গত ১২ মাসে ও অনেক পরিণত হয়ে উঠেছ। আশা করি ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার সুযোগ হবে।’
উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে ওঠে দিল্লি ক্যাপিটালস। সবথেকে কম বয়সী অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে দিল্লিকে নেতৃত্ব দেন শ্রেয়স আইয়ার। খেতাবি লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে পরাজিত করে দিল্লিকে এবং পঞ্চমবারের মতো আইপিএল খেতাব ঘরে তোলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।