বাংলা নিউজ > ময়দান > IND vs ENG 1st ODI: শতরান হাতছাড়া মন্ধনার, ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতালেন হরমনপ্রীত

IND vs ENG 1st ODI: শতরান হাতছাড়া মন্ধনার, ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতালেন হরমনপ্রীত

স্মৃতি মন্ধনা। ছবি- গেটি।

দাপুটে হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন যস্তিকা ভাটিয়া। ব্যর্থ হন শেফালি। শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরতে হয় স্মৃতি মন্ধনাকে। দুরন্ত অর্ধশতরান করে নট-আউট থাকেন হরমনপ্রীত কউর। বল হাতে নজর কাড়েন ঝুলন গোস্বামী ও দীপ্তি শর্মা।

তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-২ ব্যবধানে হেরে বসেছে ভারত। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের মেয়েদের মুখোমুখি ভারতের মহিলা ক্রিকেট দল। ভারতীয় দলের কাছে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্য কারণে। প্রাক্তন ক্যাপ্টেন তথা সিনিয়র তারকা ঝুলন গোস্বামীর এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ। সুতরাং, সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়েই যাতে কেরিয়ারে ইতি টানতে পারেন তারকা পেসার, মরিয়া হয়ে সেই চেষ্টাই করবেন হরমনপ্রীত কউররা। আপাতত সেই লক্ষ্যে এক পা এগিয়ে গেল ভারত। প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে লিড নিলেন হরমনপ্রীতরা।

18 Sep 2022, 10:45:35 PM IST

ম্যাচের সেরা মন্ধনা

১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্মৃতি মন্ধনা।

18 Sep 2022, 10:30:09 PM IST

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন হরমনপ্রীত

৪৪.২ ওভারে ডেভিডসনের বলে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত কউর। ইংল্যান্ডের ৭ উইকেটে ২২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ভারতের মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন। ২০ বলে ৬ রান করে নট-আউট থাকেন হার্লিন দেওয়ল।

18 Sep 2022, 10:24:13 PM IST

জিততে ৭ ওভারে ৮ রান দরকার ভারতের

জয়ের জন্য ৭ ওভারে ৮ রান দরকার ভারতের। ৪৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২২০ রান। হরমনপ্রীত ৬৩ রানে ব্যাট করছেন। ৫ রান করেছেন হার্লিন দেওয়ল।

18 Sep 2022, 10:13:52 PM IST

হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরি

৪টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৪১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। জয়ের জন্য ৯ ওভারে ২৩ রান দরকার হরমনপ্রীতদের।

18 Sep 2022, 10:08:46 PM IST

২০০ টপকাল ভারত

৩৮তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২০৪ রান। হরমনপ্রীত ৪৯ রানে ব্যাট করছেন। ৩ রান করেছেন হার্লিন দেওয়াল।

18 Sep 2022, 09:57:42 PM IST

শতরান হাতছাড়া মন্ধনার

নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন স্মৃতি মন্ধনা। ৩৬.৩ ওভারে কেট ক্রসের বলে ডেভিডসনের হাতে ধরা পড়েন তিনি। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলে ৯১ রান করে আউট হন মন্ধনা। ভারত ১৯৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল। জয়ের জন্য ১৩ ওভারে ৩০ রান দরকার ভারতের। হরমনপ্রীত ৪৬ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 09:53:19 PM IST

৯০-এর ঘরে মন্ধনা

৩৫ তম ওভারে ওংকে একটি ছক্কা হাঁকান মন্ধনা। ৩৬তম ওভারে ডিনকে ১টি চার মারেন হরমনপ্রীত। ৩৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৯৫ রান। ৯৭ বলে ৯০ রান করেছেন মন্ধনা। ৪৫ রানে ব্যাট করছেন হরমনপ্রীত।

18 Sep 2022, 09:38:41 PM IST

১৭ ওভারে ভারতের দরকার ৫৩ রান

৩৩ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৭৫ রান। জয়ের জন্য শেষ ১৭ ওভারে হরমনপ্রীতদের দরকার ৫৩ রান। স্মৃতি মন্ধনা ১০টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে ৮১ রান করেছেন। ৩৫ রানে ব্যাট করছেন হরমনপ্রীত কউর। কেট ক্রসের ওভারে ১০ রান তোলে ভারত। ১টি চার মারেন মন্ধনা।

18 Sep 2022, 09:29:22 PM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৫৭ রান। ৯টি বাউন্ডারির সাহায্যে ৮২ বলে ৭১ রান করেছেন স্মৃতি মন্ধনা। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৭ রান করেছেন হরমনপ্রীত কউর।

18 Sep 2022, 09:10:03 PM IST

অর্ধেক ইনিংস শেষ

২৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৭ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে হরমনপ্রীতদের দরকার ১০১ রান। স্মৃতি মন্ধনা ৫৬ ও হরমনপ্রীত ১৪ রানে ব্যাট করছেন। 

18 Sep 2022, 08:57:33 PM IST

হাফ-সেঞ্চুরি মন্ধনার

৮টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ২২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৫ রান। মন্ধনা ৫৩ ও হরমনপ্রীত ৬ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 08:49:09 PM IST

১০০ টপকাল ভারত

১৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। স্মৃতি মন্ধনা ৫৪ বলে ৪৩ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন।

18 Sep 2022, 08:44:58 PM IST

আউট হলেন যস্তিকা

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হলেন যস্তিকা ভাটিয়া। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫০ রান করে বোল্ড হন তিনি। ভারত ৯৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর।

18 Sep 2022, 08:42:51 PM IST

হাফ-সেঞ্চুরি যস্তিকার

৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যস্তিকা ভাটিয়া। ১৭.২ ওভারে চার্লি ডিনের বলে চার মেরে অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

18 Sep 2022, 08:31:43 PM IST

১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৪ রান। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্য ৩৯ বলে ৪৩ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩৪ রান করেছেন মন্ধনা।

18 Sep 2022, 08:20:33 PM IST

ডেভিডসনকে চার-ছক্কা ভাটিয়ার

১১তম ওভারে ডেভিডসনের ওভারে ১টি ছক্কা ও ১টি চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে ১২ রান ওঠে। ভারতের স্কোর ১ উইকেটে ৭১ রান। মন্ধনা ২৮ রানে ব্যাট করছেন। ৩৬ রানে নট-আউট রয়েছেন যস্তিকা। 

18 Sep 2022, 08:10:31 PM IST

৫০ টপকাল ভারত

ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ডেভিডসনের ওভারে জোড়া বাউন্ডারি মারেন মন্ধনা। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৩ রান। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেছেন স্মৃতি মন্ধনা। ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেছেন ভাটিয়া।

18 Sep 2022, 08:05:02 PM IST

ভিত গড়ছেন ভাটিয়া-মন্ধনা

৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪১ রান। ২৩ বলে ১৮ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ৪টি চার মেরেছেন। ১৩ বলে ১৬ রান করেছেন যস্তিকা ভাটিয়া। তিনি ৩টি চার মেরেছেন। 

18 Sep 2022, 07:53:20 PM IST

আগ্রাসী শুরু ভারতের

পঞ্চম ওভারে ইসি ওংয়ের বলে ১টি করে চার মারেন মন্ধনা ও ভাটিয়া। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। স্মৃতি ১৪ ও যস্তিকা ১১ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 07:50:23 PM IST

ক্রসের ওভারে জোড়া বাউন্ডারি মন্ধনার

চতুর্থ ওভারে ক্রসের বলে জোড়া বাউন্ডারি মারেন স্মৃতি মন্ধনা। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২০ রান। মন্ধনা ১০ ও যস্তিকা ৭ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 07:44:45 PM IST

প্রথম বাউন্ডারি ভারতের

২.১ ওভারে ইসি ওংকে চার মারেন যস্তিকা ভাটিয়া। ওভারে ৫ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৯ রান। ভাটিয়া ৫ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 07:38:25 PM IST

শেফালি বর্মা আউট

১.৩ ওভারে কেট ক্রসের বলে চার্লি ডিনের হাতে ধরা পড়েন শেফালি বর্মা। ৬ বলে ১ রান করেন তিনি। ভারত ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪ রান।

18 Sep 2022, 07:33:12 PM IST

ভারতের রান তাড়া শুরু

শেফালি বর্মাকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ইসিু ওং। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন মন্ধনা। পঞ্চম বলে ১ রান নেন শেফালি। প্রথম ওভারে ১ রান ওঠে।

18 Sep 2022, 07:08:43 PM IST

অ্যালিসের হাফ-সেঞ্চুরি, ইল্যান্ডকে সস্তায় বাঁধল ভারত

৪টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালিস ডেভিডসন-রিচার্ডস। তিনি ৬১ বলে ৫০ রান করে নট-আউট থাকেন। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ২৪ রান করে নট-আউট থাকেন চার্লি ডিন। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ২২৮ রান। দীপ্তি শর্মা ১০ ওভারে ১টি মেডেন-সহ ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। মেঘনা সিং ৮ ওভারে ৪২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। স্নেহ রানা ৬ ওভারে ৪৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন। এছাড়া হার্লিন দেওয়ল ৪ ওভারে ২৫ রান খরচ করে ১টি উইকেট নেন। ২ ওভারে ২০ রান খরচ করেও উইকেট পাননি পূজা বস্ত্রকার।

18 Sep 2022, 06:47:49 PM IST

২০০ টপকাল ইংল্যান্ড

৪৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৭ উইকেটে ২০২ রান। অ্যালিস ডেভিডসন ৪০ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন চার্লি ডিন।

18 Sep 2022, 06:44:46 PM IST

বোলিং কোটা শেষ করলেন রাজেশ্বরী

১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন রাজেস্বরী গায়কোয়াড়়। তিনি ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ৪৬ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১৯৮ রান। ৩৮ রানে ব্য়াট করছেন ডেভিডসন।

18 Sep 2022, 06:42:17 PM IST

৫ ওভারের খেলা বাকি

৪৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ডের স্কোর৭ উইকেটে ১৯২ রান। ৪৬ বলে ৩৩ রান করেছেন ডেভিডসন। তিনি ২টি চার মেরেছেন। ৬ বলে ১০ রান করেছেন চার্লি ডিন। তিনি ১টি চার মেরেছেন।

18 Sep 2022, 06:32:32 PM IST

সোফিকে ফেরালেন দীপ্তি

৪২.৫ ওভারে সোফি একলেস্টোনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ালেন দীপ্তি শর্মা। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৩১ রান করেন একলেস্টোন। ইংল্যান্ড ১৭৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চার্লি ডিন।

18 Sep 2022, 06:25:21 PM IST

বোলিং কোটা শেষ করলেন ঝুলন

১০ ওভারের বোলিং কোটা শেষ করলেন ঝুলন গোস্বামী। তিনি ২টি মেডেন-সহ মাত্র ২০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। এখনও কতটা ধারলো তাঁর বোলিং, বুঝিয়ে দিলেন গোস্বামী। ৪১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। একলেস্টোন ২৩ ও ডেভিডসন ২৬ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 06:12:51 PM IST

১৫০ টপকাল ইংল্যান্ড

৩৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। যদিও ৬টি উইকেট খোয়াতে হয়েছে তাদের। ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৫১ রান। ডেভিডসন ২৩ রান করেছেন।

18 Sep 2022, 06:10:00 PM IST

ঝুলনকে সামলাতে হিমশিম খাচ্ছে ইংল্যান্ড

ঝুলন ৮ ওভার বল করে ২টি মেডেন-সহ মাত্র ১৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৩৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৪৩ রান। ১৬ রানে ব্যাট করছেন ডেভিডসন।

18 Sep 2022, 05:55:58 PM IST

ড্যানি ওয়াটকে ফেরালেন দীপ্তি

৩৩.২ ওভারে দীপ্তি শর্মার বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন ড্যানি ওয়াট। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন ড্যানি। ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফি একলেস্টোন। ওভারের শেষ বলে সোফিক ক্যাচ ছাড়েন দীপ্তি।

18 Sep 2022, 05:44:00 PM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে। ড্যানি ওয়াট ৩৭ বলে ২৯ রান করেছেন। ডেভিডসন ৭ বলে ৮ রান করেছেন।

18 Sep 2022, 05:36:01 PM IST

১০০ টপকাল ইংল্যান্ড

২৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৫ উইকেটে ১০৩ রান। ২৭ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। ২ রান করেছেন অ্যালিস।

18 Sep 2022, 05:29:19 PM IST

জোনসকে ফেরালেন রাজেশ্বরী

২৬.৬ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অ্যামি জোনস। ১০ বলে ৩ রান করেন তিনি। ইংল্যান্ড ৯৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ডেভিডসন।

18 Sep 2022, 05:19:02 PM IST

ডাঙ্কলিকে ফেরালেন হার্লিন

২৪.৩ ওভারে হার্লিন দেওয়লের বলে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন সোফিয়া ডাঙ্কলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন ডাঙ্কলি। ইংল্যান্ড ৮৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামি জোনস। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯১ রান। ১৮ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। ঝুলন ৬ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

18 Sep 2022, 05:01:34 PM IST

২০ ওভারের খেলা শেষ

২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২ রান। সোফিয়া ডাঙ্কলি ২৪ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। ৬ রানে ব্যাট করছেন ড্যানি ওয়াট। রাজেশ্বরী ৪ ওভারে ১২ রান খরচ করেছেন। 

18 Sep 2022, 04:51:17 PM IST

ক্য়াপসির দুর্দান্ত ক্যাচ ধরলেন হরমনপ্রীত

১৭.৩ ওভারে স্নেহ রানার বলে অ্যালিস ক্যাপসির অবিশ্বাস্য ক্যাচ ধরেন হরমনপ্রীত কউর। শরীর ছুঁড়ে এত হাতে বল লুফে নেন ভারতের ক্যাপ্টেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন অ্যালিস। ইংল্যান্ড ৬৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যানি ওয়াট। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ২২ রানে ব্যাট করছেন ডাঙ্কলি।

18 Sep 2022, 04:42:51 PM IST

৫০ টপকাল ইংল্যান্ড

ইনিংসের ১৪তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। ১৫ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫৪ রান। সোফিয়া ডাঙ্কলি ১৭ ও অ্যালিস ক্যাপসি ১৪ রানে ব্যাট করছেন।

18 Sep 2022, 04:32:03 PM IST

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইংল্যান্ড

১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১১তম ওভারে রাজেশ্বরী গায়কোয়াড় ২ রান খরচ করেন। ১২তম ওভারে ১১ রান খরচ করেন পূজা বস্ত্রকার। ২টি চার মারেন এলিস ক্যাপসি। ১৩তম ওভারে রাজেশ্বরী ৫ রান খরচ করেন। ১টি চার মারেন ডাঙ্কলি। ক্যাপসি ১১ ও ডাঙ্কলি ৯ রান করেছেন।

18 Sep 2022, 04:18:39 PM IST

প্রথম ১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে। ৪ রানে ব্যাট করছেন ডাঙ্কলি। মেঘনা ৫ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

18 Sep 2022, 04:12:56 PM IST

বিউমন্টকে ফেরালেন ঝুলন

প্রথম স্পেলে টানা ৫ ওভার বল করতে আসেন ঝুলন গোস্বামী। তিনি ৮.৪ ওভারের মাথায় ট্যামি বিউমন্টকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান। ২১ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ট্যামি। ইংল্যান্ড ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি। ঝুলন এই ওভারেও কোনও রান দেননি। ৫ ওভার বল করে ঝুলন ২টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

18 Sep 2022, 04:04:56 PM IST

এমাকে ফেরালেন মেঘনা

৭.১ ওভারে মেঘনা সিংয়ের বলে উইকেটকিপার যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়ে যান এমা ল্যাম্ব। ২টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১২ রান করে মাঠ ছাড়েন এমা। ইংল্যান্ড ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সোফিয়া ডাঙ্কলি। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২১। মেঘনা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ঝুলন ৪ ওভারে ৮ রান খরচ করেছেন।

18 Sep 2022, 03:56:18 PM IST

মেডেন ওভার ঝুলনের

পঞ্চম ওভারে বল করতে এসে মেডেন নেন ঝুলন। তিনি ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচ করেছেন। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৪ রান। ১০ রান করেছেন এমা ল্যাম্ব।

18 Sep 2022, 03:45:52 PM IST

আঁটোসাটো বোলিং ঝুলনের

দ্বিতীয় ওভারে মেঘনা সিং ৪ রান খরচ করেন। ১টি চার মারেন এমা। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ঝুলন। তিনি ওভারে ৩ রান খরচ করেন। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮ রান। ঝুলন ২ ওভারে ৪ রান খরচ করেছেন।

18 Sep 2022, 03:32:37 PM IST

ম্যাচ শুরু

ট্যামি বিউমন্টকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন এমা ল্যাম্ব। বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে।

18 Sep 2022, 03:15:57 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালিস ডেভিডসন-রিচার্ডস, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও ইসি ওং। 

18 Sep 2022, 03:10:14 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, স্নেহ রানা, রাজেশ্বরী গায়কোয়াড় ও মেঘনা সিং।

18 Sep 2022, 03:04:04 PM IST

টস জিতল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডকে। সুতরাং, হোভ কাউন্টি গ্রাউন্ডে রান তাড়া করবে ভারত।

18 Sep 2022, 02:56:07 PM IST

টি-২০ সিরিজের ফলাফল

ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৯ উইকেটে জয় তুলে নেয়। ভারত ৮ উইকেটের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জেতে। শেষ ম্যাচে ইংল্যান্ড ৭ উইকেটে পরাজিত করেন হরমনপ্রীতদের।

18 Sep 2022, 02:40:35 PM IST

ভারতের ওয়ান ডে স্কোয়াড

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওয়ল, দায়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রডরিগেজ।

18 Sep 2022, 02:36:47 PM IST

শেষ সিরিজ ঝুলনের

মিতালি রাজ অবসন নিয়েছেন। কেরিয়ার শেষের পথে ঝুল গোস্বামীরও। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটিই হতে চলেছে তারকা পেসারের শেষ আন্তর্জাতিক সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন ঝুলন। স্বাভাবিকভাবেই গোস্বামীর শেষ সিরিজটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান হরমনপ্রীত কউররা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডিলিট অন্তরঙ্গ ছবি, করলেন একে-অপরকে আনফলো! প্রেম ভাঙল রাজা-অনন্যার? বাড়ল জল্পনা ‘ছাড়া হবে না’, কাশ্মীরে জঙ্গি হামলায় জেড্ডা থেকে বার্তা মোদীর!কোন নির্দেশ শাহকে আলু-কমলালেবুর খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন এইভাবে! নোট করুন ১০ কিচেন হ্যাকস বাথরুমে এই রঙের বালতি ব্যবহার দূর করতে পারে বাস্তুদোষ, দেখুন কী বলছে বাস্তুমত মুখ্যমন্ত্রিত্ব যেতেই অতিশীর নিরাপত্তায় কাটছাঁট, নির্দেশ শাহের মন্ত্রকের অভিবাসনেই সবথেকে মন কেড়েছেন, তাও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, সামনে নয়া রিপোর্ট সারাদিন ফ্রিজ চালিয়ে রেখেছেন? দিনে কবার কতক্ষণ চালু রাখলে বিল বাঁচে জেনে নিন 'ভোগ'-এর ট্রেলার লঞ্চে পরম-পার্ণো-অনির্বাণ 'ব্রাহ্মণদের উপর প্রস্রাব করি…', মন্তব্যে বিপাকে অনুরাগ! চাইলেন নিঃশর্ত ক্ষমা প্রসঙ্গে ‘যোগ্য’ দের তালিকা! চিঠি গেল DIদের কাছে, আন্দোলনরতরা কী বলছেন?

Latest sports News in Bangla

EB-র পথেই হাঁটছে I-League 2 জয়ী ডায়মন্ড হারবার, ট্রফি দিতে ডাক ক্রীড়ামন্ত্রীকে শেফিল্ডের হার, ম্যাচের পরেই হামজা চৌধুরীর উপর আক্রমণ! নেপথ্যে বার্নলির সমর্থক Neeraj Chopra Classic: বড় ঘোষণা! নতুন স্বপ্নপূরণের লক্ষ্যে ভারতের সোনার ছেলে Super Cup-এ হারের ধাক্কা সামলাতে পারল না! অবসর ঘোষণা ইস্টবেঙ্গল তারকার, রিপোর্ট মোহনবাগানের দ্বিতীয় সারির দলও সেরা! Super Cup-র কোয়ার্টারে নামার আগে বলছেন নোয়াহ দলের খেলায় খুশি নন ইস্টবেঙ্গল কোচ! কেরালার কাছে হারের দায় কার উপর চাপালেন ব্রুজো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে শেষ আটে মোহনবাগানের সামনে কেরালা সুপার কাপে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখে কেরালা, কোথায় দেখবেন ম্যাচ? চার্চিলকে আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা আপিল কমিটির! বিশ্ব ক্রীড়া আদালতে যাচ্ছে কাশী ‘মোহনবাগান জিতেই চলেছে! তাই সমর্থকদের কষ্টটা বুঝি…' সুপার কাপের আগে বলছেন ব্রুজো

IPL 2025 News in Bangla

হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ একানায় ফিরে আবেগে ভাসলেন লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন! LSG vs DC ম্যাচে নজরে রাহুল পার্টি, বান্ধবী সব বন্ধ করে দিয়েছিলেন: জানেন কীভাবে অভিষেককে খুঁজে পেলেন যুবরাজ? ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল? রাহুল দ্রাবিড়ের রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! উঠছে তদন্তের দাবি আরও ১০ রান যোগ হতে পারত… KKR-র বিরুদ্ধে জিতেও কি খুশি নন GT অধিনায়ক শুভমন গিল? ব্যাটাররা আত্মবিশ্বাস হারাচ্ছেন… কেন অংকৃষ ৯ নম্বরে? জানালেন KKR মেন্টর ব্র্যাভো

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.