শেষমেশ অশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পূর্ণ শক্তির দল নামানো সম্ভব হয়নি ভারতের পক্ষে। কুঁচকির চোটের জন্য প্রথম ওয়ান ডে ম্যাচে অনিশ্চিত ছিলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত তাঁকে মাঠের বাইরে রেখেই খেলতে নামে টিম ইন্ডিয়া।
টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা কোহলির চোটের কথা স্পষ্ট উল্লেখ করেন। বিসিসিআইয়ের তরফেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে কোহলি ও অর্শদীপ সিংয়ের চোটের কথা জানিয়ে দেওয়া হয়। তবে বিষয়টিকে কার্যত ভারতীয় দলের মিথ্যাচার হিসেবে বর্ণনা করে বার্মি আর্মি।
চোটের জন্য মাঠের বাইরে কোহলি, ইংল্যান্ডের এই সমর্থকদল সেটা মেনে নিতে রাজি নয়। বরং তাদের দাবি, খারাপ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে বিরাটকে।
সোশ্যাল মিডিয়ায় তারা ইঙ্গিতবহ পোস্ট করে বিষয়টি উপস্থাপন করে। অক্সফোর্ডের অন-লাইন ডিকশনারিতে ড্রপড বা বাদ পড়ার সংজ্ঞা নাকি ‘হালকা কুঁচকির টান’, এমনটাই তুলে ধরেছে বার্মি আর্মি।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
আসলে ভারতীয় বোর্ডের তরফে কোহলির না খেলার কারণ হিসেবে হালকা কুঁচকির টানের কথাই উল্লেখ করা হয়েছে। সেটাকেই কটাক্ষ করে বার্মি আর্মি।

আরও পড়ুন:- IND vs ENG: দলে নেই কোহলি, করলেন না ওয়ার্ম-আপও, রোহিত বললেন, ‘বিরাটের দিকে নজর রাখছি'
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।