India vs West Indies 2nd T20I: দ্বিতীয় টি-২০ ম্যাচের প্রথম একাদশ থেকে একজন স্পিনার ও তারকা ওপেনারকে বাদ দিতে বললেন ওয়াসিম জাফর।
গায়ানায় ভারতের হাই কমিশনারের সঙ্গে হার্দিক। ছবি- বিসিসিআই টুইটার।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যর্থতার পরে টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম জাফর। জয়ে ফিরতে হার্দিকদের দ্বিতীয় টি-২০ ম্যাচের কম্বিনেশনে রদবদলের পরামর্শ দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
জাফর চাইছেন, ভারত গায়ানায় একজন স্পিনার কম খেলাক। তার বদলে বোলিং বিকল্প হিসেবে তিলক বর্মাকে ব্যবহার করার নিদান দেন তিনি। তাছাড়া আইপিএলের চোখ ধাঁধানো পারফর্ম্যান্সের পরে যশস্বী জসওয়ালকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার পক্ষপাতী নন জাফর। বরং যশস্বীকে ওপেনে দেখতে চাইছেন তিনি।
ইএসপিএন-ক্রিকইনফোর আলোচনায় জাফর বলেন, ‘সবার আগে আমি চাইব যশস্বী জসওয়াল মাঠে নামুক। এছাড়া আপনি চান ৮ নম্বরে কোনও ব্যাটার অথবা অল-রাউন্ডারকে খেলাতে। হয় হার্দিক পান্ডিয়া, নয়তো অক্ষর প্যাটেল, দলে অল-রাউন্ডার বলতে এরা দু’জনই রয়েছে। অক্ষর প্যাটেল যদি ৮ নম্বরে আসে, তাহলে কুলচার (কুলদীপ ও চাহালের) মধ্যে কোনও একজনকে খেলানোর সুযোগ থাকবে। কেননা এই দলে শার্দুল ঠাকুর নেই। সেক্ষেত্রে একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে হলে বাধ্য হয়েই হয়তো একজন স্পিনার কম খেলাতে হবে। হতে পারে তিলক বর্মাকে দিয়ে বল করাতে হল ভারতকে। আপাতত যশস্বী জসওয়ালের সুযোগ পাওয়া উচিত এবং ওর ওপেনার হিসেবে সুযোগ পাওয়া উচিত বলে আমি মনে করি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।