চোটের জন্য চোটের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের দলে নেই বিরাট কোহলি। ম্যাচের আগে ওয়ার্ম-আপও করেননি। তা নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, বিরাটের হালকা চোট আছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেমেছে ভারত। ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের জন্য বিরাট এবং অর্শদীপ সিংকে বিবেচনা করা হয়নি। বিরাটের কুঁচকির হালকা চোট আছে। চোট আছে অর্শদীপেরও। তাঁদের পর্যবেক্ষণে রেখেছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
(IND vs ENG ODI ম্যাচের লাইভ আপডেট দেখুন)
প্রথম একদিনের ম্যাচে না খেললেও ভারতীয় দলের সঙ্গে ওভালে এসেছেন বিরাট। ওয়ার্ম-আপ করেননি। তবে মাঠে নেমেছিলেন। সেইসময় ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর সঙ্গে তাঁকে হাসিখুশি মেজাজে দেখা যায়। খোশমেজাজে কথা বলছিলেন। পরে টসে জিতে রোহিত বলেন, ‘বিরাটের দিকে নজর রাখছি আমরা।'
আরও পড়ুন: ‘রোহিত রান না করলে কেউ কিছু বলছে না,’ কোহলির জন্য হিটম্যানকে হিট করলেন গাভাসকর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।