এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে দু'বার জীবনদান পেয়েও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন বেন স্টোকস। তাঁর অযথা ব্যাট চালানো দেখে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। যদিও স্টোকসের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকে মেনে নিলেও অন্য একটি ঘটনার জন্য ব্রিটিশ দলনায়ককে নিয়ে মস্করা করতে ছাড়েনি তাদেরই সমর্থকদল বার্মি আর্মি।
আসলে একবার ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহর জোরালো ডেলিভারিতে বল গিয়ে লাগে স্টোকসের অ্যাবডোমেন গার্ড বা বক্সে। সংবেদনশীল জায়গায় বল লাগার পরে দৃশ্যতই যন্ত্রণাকাতর দেখায় স্টোকসকে। মাঠে উপস্থিত বাকিরা অবশ্য না হেসে থাকতে পারেননি। যন্ত্রণাকাতর স্টোকস, অথচ হাসছেন সবাই, এমন ছবি দেখে ধারাভাষ্যকাররা বলে বসেন, ‘যাঁর লাগে তিনিই শুধু বোঝেন’।
নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে ভারতের টি-২০ প্রস্তুতি ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
বার্মি আমি স্টোকসের বক্সে বল লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোল করে ইংল্যান্ড অধিনায়ককে। স্টোকস এজবাস্টনে একবার শামির বলে শার্দুল ঠাকুরের হাত থেকে জীবনদান পান। পরে শার্দুলের বলে বুমরাহ ক্যাচ ছাড়েন স্টোকসের। যদিও তার পরেও ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন তিনি। শার্দুলের বলে বুমরাহর হাতেই ধরা পড়েন ব্রিটিশ দলনায়ক।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।